রাজ্য বিভাগে ফিরে যান

অনলাইন ইন্টারভিউ শুরু পিএসসি-তে

July 7, 2020 | 2 min read

লকডাউনের প্রতিবন্ধকতা কাটিয়ে এ বার নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে ইন্টারভিউ শুরু করছে পাবলিক সার্ভিস কমিশন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সোমবার এই প্রক্রিয়া শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু লিখিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচিও ঘোষণা করেছে পিএসসি। মার্চের শেষ থেকে টানা লকডাউনের জন্য বিভিন্ন পরীক্ষা পিছিয়েদেওয়া হয়েছিল।

এরই মধ্যে একাধিক পদের নিয়োগের ফল প্রকাশিত হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতেও বেশ কিছু সফল প্রার্থী চাকরি পাওয়ার সুসংবাদ পেয়েছেন। এই প্রসঙ্গে কমিশনের এক শীর্ষ কর্তা বলেন, ‘লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ববিধির শর্ত মানার কারণে বেশ কিছু পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তাই বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য পরিবর্তিত সময়সূচি আমরা ঘোষণা করলাম। আবার বেশ কিছু নিয়োগে ইন্টারভিউ বাকি রয়েছে। তাই পরীক্ষামূলক ভাবে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরুকরছে কমিশন।’

পিএসসি সূত্রে জানা গিয়েছে, আপাতত ২০১৮-র ডব্লিবিসিএস-এর লিখিত পরীক্ষায় গ্রুপ সি’তে সফল জনাবিশেক প্রার্থীর অনলাইনে ইন্টারভিউ হবে। রাজ্য সরকারের ভিডিয়ো কনফারেন্স প্রযুক্তির মাধ্যমে অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে। এই প্রার্থীরা ছড়িয়ে রয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায়। এক একদিন এক এক জেলার প্রার্থীরা জেলাশাসকের অফিসে আসবেন। ইন্টারভিউ বোর্ড বসবে কমিশনের অফিসেই। এক এক করে অনলাইনে প্রার্থীরা ইন্টারভিউ দেবেন। দু’ক্ষেত্রেই, অর্থাৎ যাঁরা ইন্টারভিউ দিতে আসবেন ও যাঁরা ইন্টারভিউ নেবেন, সামাজিক দূরত্বের শর্ত মানা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে দূর দূর থেকে কলকাতায় ইন্টারভিউ দিতে আসার সমস্যায় পড়তে হবে না। বিশেষ করে যখন লোকাল ট্রেন বন্ধ বা পরিবহণের কিছু সমস্যা রয়েছে।

রাজ্য সরকারে চাকরির প্রার্থীদের বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে পিএসসি। যেমন, ডব্লিউবিসিএস ২০১৮-র গ্রুপ সি-র চূড়ান্ত ফল সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে। ওই একই পরীক্ষার গ্রুপ ডি-র লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখও ওই মাসেই জানানো হবে। রাজ্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এক্সাম, ২০১৮-র মেনের ফল অক্টোবরের মধ্যে প্রকাশিত হওয়ার কথা। ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট, ২০১৮-র মেইনের ফলও ওই একই সময়ের মধ্যে প্রকাশিত হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, ‘রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছন্দে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে কমিশন নানা ইতিবাচক পদক্ষেপ করছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Interview, #PSC

আরো দেখুন