কলকাতা বিভাগে ফিরে যান

৩১ জুলাই পর্যন্ত বন্ধ কলকাতার বিমান পরিষেবা, সিদ্ধান্ত রাজ্য সরকারের

July 18, 2020 | < 1 min read

দেশের ছ’‌টি শহরের বিমান এখনই নামবে না কলকাতায়। ৩১ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। টুইট করে জানানো হয়েছে, ‘‌দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ থাকবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।’‌

গত ৬ জুলাই থেকে এঅই ছ’‌টি শহরের সঙ্গে কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা বন্ধ। সিদ্ধান্ত হয়েছিল, আগামী ১৯ জুলাই পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। তার আগেই এদিন শুক্রবার ফের জানিয়ে দেওয়া হল, কোভিড পরিস্থিতির কারণেই এখনই এই পরিষেবা চালু করা হচ্ছে না। এমনিতেই রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে বাইরের রাজ্যের মানুষ এরাজ্যে ঢুকলে সংক্রমণ আরও বাড়তে পারে। পাশাপাশি এই শহরগুলিতেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত সরকারের, জানাচ্ছে সূত্র।  

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #flights, #ban, #Kolkata

আরো দেখুন