বিনোদন বিভাগে ফিরে যান

কিশোর কুমারের জন্মদিনের শ্রদ্ধা মান্না দে’র গানে, ফের হাসির খোরাক হলেন দিলীপ ঘোষ

August 4, 2020 | 2 min read

রফি-কিশোর-মান্না, আরও কত কে। এতজনের মধ্যে কার কোন গান বিখ্যাত, তা কি সবসময়ে মনে রাখা সম্ভব? বঙ্গ সংস্কৃতিপ্রেমী মানুষজনের তা মনে থাকলেও, ভুলে গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এহেন ভুলে ফের হাসির খোরাক হয়ে উঠলেন তিনি। আজ, কিশোর কুমারের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দিলীপবাবু তুলে আনলেন একটি গান, যা আদৌ কিশোরের নয়, মান্না দে’র গাওয়া!

নিজের ফেসবুক পোস্টে জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar) জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে লিখেছেন – “জিন্দেগী কৈসি হ্যায় পাহেলী হায়, কভি তো হাসায়ে কভি য়ে রুলায়ে ……একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা …”। গানটি আদৌ কিশোর কুমারের গাওয়া নয়, আরেক জনপ্রিয় সংগীতশিল্পী মান্না দে’র। এটি ফেসবুকে দিলীপ ঘোষ পোস্ট করার পর অনেকেই ভুলটি তাঁকে ধরিয়ে দিয়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ঠাট্টা-ইয়ার্কিও শুরু হয়েছে। অনেকেই তাঁর ন্যূনতম সংস্কৃতি চর্চা নিয়ে মজা করছেন। কেউ কেউ আবার বলছেন, বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া টিম অতি কাঁচা। তাই এত বড় একটা ভুল করে বসল।

তবে এই প্রথম নয়, এর আগেও দিলীপ ঘোষ ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনই বড়সড় ভুল করে বসেছিলেন। কখনও মোহনবাগান দিবসে ভুল করে মোহনবাগনের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। তো কখনও ইস্টবেঙ্গলের নাম ভুল বলে পোস্ট। তা নিয়ে বেজায় শোরগোল পড়তেই অবশ্য পোস্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ, কিশোরের জন্মদিনে মান্না দে’র গানের লাইন দেওয়া পোস্টটি এখনও অটুট।

TwitterFacebookWhatsAppEmailShare

#kishore kumar, #dilip ghosh, #manna dey

আরো দেখুন