দেশ বিভাগে ফিরে যান

বিস্ফোরণে লেবাননে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? জানতে চাইল ভারত

August 7, 2020 | < 1 min read

বিস্ফোরণে লেবাননে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ভারত। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

দুদিন আগে লেবাননের রাজধানী বেইরুটে অ্যামোনিয়াম নাইট্রেটের কনটেইনারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। প্রচুর মানুষ আহত হয়েছেন। তবে এই বিস্ফোরণের পেছনে ঠিক কী কারণ তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় ভারতের তরফে সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, লেবাননের কাছে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাওয়া হয়েছে। তার ভিত্তিতেই ভারত লেবাননের পাশে দাঁড়াবে। বিদেশদপ্তরের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, লেবাননে বিস্ফোরণের ঘটনায় কোনও ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ৫ জন ভারতীয় আহত হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Beirut, #Lebanon, #Explosion

আরো দেখুন