ভার্চুয়াল সভাতেই প্রতিষ্ঠাতা দিবস পালন তৃণমূল ছাত্র পরিষদের
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের সাথে সাথেই গঠিত হয় তৃণমূল ছাত্র পরিষদ। সেই থেকেই প্রতিবছর ২৮শে আগস্ট প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে তৃণমূলের এই ছাত্র সংগঠনটি। প্রতি বছরই মেয়ো রোডে হয় বিশাল জনসভা। জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা শুনতে গোটা রাজ্য থেকে সভায় যোগ দিতে আসেন লক্ষ লক্ষ যুব সমর্থক।
কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এই করোনা পরিস্থিতিতে জনসভা করা সম্ভব না। সে কথা মাথায় রেখেই ভার্চুয়াল সভায় প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃনমূল ছাত্র পরিষদ। যে যার নিজের বাড়িতে ফোন বা ল্যাপটপের সামনে বসেই যোগ দিতে পারবেন এই ঐতিহাসিক সভায়।
বিকেল তিনটে থেকে শুরু হবে এই ভার্চুয়াল সভা। এআইটিসি- র অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখা যাবে। প্রতিবারের মতোই এবারও প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।