কলকাতায় কনটেইনমেন্ট জোন কমে ১৭, দেখুন নয়া তালিকা
কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমল। রবিবার পুরসভা থেকে প্রকাশিত নয়া তালিকা অনুসারে, এই মুহূর্তে শহরে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়ে ১৭টি, যা গত দু’মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগের তালিকায় এমন জোনের সংখ্যা ছিল মোট ২০টি।
সামগ্রিকভাবে শহরের মোট ৪টি এলাকা নয়া কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে বাদ পড়ছে। অন্যদিকে, নতুন করে একটি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
শহরের মধ্যে পাটুলির করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চার সপ্তাহ আগে পাটুলি এলাকায় কনটেইনমেন্ট জোন ছিল সবথেকে বেশি। তখন সেখানে এমন জোনের সংখ্যা ছিল মোট ১৩টি। তবে সাম্প্রতিকতম কনটেইনমেন্ট জোনের তালিকায় পাটুলির একটিও এলাকা নেই। এ ছাড়া যোধপুর পার্কের রহিম ওস্তাগার রোড এবং বাঁশদ্রণীর নিভাপার্ক কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে মুক্ত হয়েছে। এই দু’টি এলাকাই ঘন জনবসতিপূর্ণ। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুরসভা ও কলকাতা পুলিশের কর্তারা। সেইসঙ্গে বালিগঞ্জের পণ্ডিতিয়া রোড কনটেইনমেন্ট জোনের বাইরে চলে এসেছে।
এ দিকে, কলকাতা পুর এলাকার একমাত্র যে এলাকাকে নতুন করে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি ৭৭ নম্বর ওয়ার্ডের অবস্থিত। নয়া সংক্রমণের ঘটনা সামনে আসায় খিদিরপুরের মনসাতলা লেনকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
এক নজরে কলকাতার নয়া কনটেইনমেন্ট জোনের তালিকা:
রাজ্যের মধ্যে কলকাতায় সংক্রমণের মাত্রা সর্বাধিক। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে গত শনিবার পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জেলাগুলির করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, কলকাতায় একদিনে ৫৬৩ শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ১৯৩ জন। আর এই মুহূর্তে প্রকৃত বা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ৮৯০ জন। এদিকে, মারণ ভাইরাসে শহরে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ১ হাজার ১৭৪ জন করোনার বলি হলেন।