দেশ বিভাগে ফিরে যান

মায়ানমার সফর বাতিল করলেন ভারতীয় সেনাপ্রধান

September 3, 2020 | < 1 min read

লাদাখে ক্রমে বেড়েই চলছে প্রবল সংঘাতের আশঙ্কা। এই সংকটময় পরিস্থিতিতে মায়ানমার সফর বাতিল করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ২৯ ও ৩০ অগাস্ট রাতে লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে প্রবেশের চেষ্টা করে চিনা সেনা। শুধু তাই নয়, এই বিষয়ে দুই সেনার কমান্ডার স্তরে আলোচনা চলাকালীন সোমবার প্যাংগংয়ে ও মঙ্গলবার চুমার সেক্টরে আগ্রাসন চালায় লালফৌজ।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে প্যাংগং হ্রদের উত্তর পারে আগ্রাসন চালিয়ে আসছিল চিনা সেনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান বদলে ভারতীয় ভূখণ্ড দখল করতে এগিয়ে আসে প্রায় ২০০ চিনা সৈনিকের একটি দল।
প্যাংগং হ্রদের দক্ষিণে পাহাড়ি অঞ্চলের দখল নেয় ভারতের বিশেষ কমান্ড বাহিনী। এই প্রথম চিনা ফৌজের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে মায়ানমার সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করে মনোযোগী হলেও দেশেই থাকতে হবে সেনাপ্রধানকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#indian army, #M M Naravane, #Myanmar

আরো দেখুন