বিনোদন বিভাগে ফিরে যান

দেবের করোনা রিপোর্ট নেগেটিভ, বাড়ি বসে শ্যুটিং দেবযানীর

September 7, 2020 | < 1 min read

গত ২৫ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন সাংসদ-অভিনতা দেবের হাউজ ম্যানেজার উত্তম। তারপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন দেব। শনিবার রাতে ট্যুইট করে দেব জানিয়েছেন, তাঁর হাউজ ম্যানেজার এখন করোনা মুক্ত হয়েছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। দেব সহ বাড়ির অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় এবং তাঁর ছেলে করোনা আক্রান্ত হয়েছিলেন। দেবযানী বললেন, ‘এখন ১১দিন হয়েছে। আপাতত কোনও শারীরিক সমস্যা নেই। আরও একবার পরীক্ষা হলে বোঝা যাবে, করোনা মুক্ত হয়েছি কি না।’ করোনা আক্রান্ত হয়ে গৃহবন্দি থাকলেও কাজ কিন্তু থেমে নেই। একদিন বাড়িতে বসেই মোবাইল ফোনে শ্যুট করেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে একই পথে হেঁটেছিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেতা নীল ভট্টাচার্য। তিনিও গৃহবন্দি থাকাকালীন মোবাইলে শ্যুট করেই ধারাবাহিকের কাজ করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #covid-19, #Devyani

আরো দেখুন