দেশ বিভাগে ফিরে যান

রাম মন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক লাখ টাকা! চাঞ্চল্য

September 10, 2020 | 2 min read

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক লাখ টাকা। মন্দির নির্মাণের জন্য রাখা সেই টাকা তুলে নিয়েছে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ। দুবারে কয়েক লাখ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। 

কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দুবার নকল চেক জমা করে কয়েক লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে বলে জানা যাচ্ছে। তৃতীয়বারও চেক জমা পড়লে ব্যাঙ্কের তরফে ট্রাস্ট-এর প্রধান চম্পত রাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই আসল ঘটনা সামনে আসে। 

লখনউয়ের দুটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা রেখেছিল ট্রাস্ট। রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। ব্যাঙ্ক অ্যাকউন্টের সেই টাকা রাম মন্দির নির্মাণে খরচ করার কথা। 

এরই মধ্যে দেশ-বিদেশের অগণিত রামভক্তের কাছে রাম মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দানের আবেদন করেছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ভক্তদের অনুদান জমা পড়াও শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ram Mandir, #trusts

আরো দেখুন