দেশ বিভাগে ফিরে যান

কৃষি বিল নিয়ে হরিয়ানায় বিজেপি সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন দুষ্যন্ত সিং চৌতালা

September 18, 2020 | < 1 min read

কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদ করে বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন অকালি দলের একমাত্র মন্ত্রী হরসিমরত কৌর বাদল। এবার কৃষি বিল নিয়েই সরকারের ওপরে চাপ বাড়াচ্ছেন হরিয়ানায় বিজেপির শরিক দুষ্যন্ত সিং চৌতালা। জননায়ক জনতা পার্টির নেতা তথা হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী চৌতালার প্রধান সমর্থক কৃষকরাই। অকালি দলের মতো তাঁরাও মনে করেন, বিজেপি সরকারের ওই বিলগুলি কৃষকদের ক্ষতি করবে।

শুক্রবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মনোহরলাল খট্টরের সঙ্গে দেখা করেন চৌতালা। পরে তিনি বৈঠকে বসেন তাঁর দলের অন্যান্য নেতার সঙ্গে। হরিয়ানায় জননায়ক জনতা পার্টির ১০ জন বিধায়ক আছেন। ৯০ টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় চৌতালার সাহায্যেই গরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি জোট।

হরসিমরত কৌর বাদল পদত্যাগ করার পরেই কংগ্রেস দুষ্যন্তকে বিদ্রুপ করে টুইট করে। তাতে বলা হয়, ‘দুষ্যন্তজি হরসিমরত কৌর বাদলের দৃষ্টান্ত অনুসরণ করে আপনি অন্তত উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন। মনে হয়, আপনি কৃষকদের স্বার্থরক্ষার চেয়ে গদি ভালবাসেন বেশি।’

কয়েক মাস আগে কৃষি নিয়ে কয়েকটি অর্ডিন্যান্স এনেছিল কেন্দ্রীয় সরকার। এবার সংসদের বাদল অধিবেশনে কৃষি নিয়ে তিনটি বিল পেশ করা হয়েছে। সরকার অর্ডিন্যান্স জারি করার পরেই হরিয়ানার কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। জননায়ক জনতা পার্টি অভিযোগ করে, কংগ্রেস অর্ডিন্যান্স নিয়ে চাষিদের ভুল বোঝাচ্ছ। ১০ সেপ্টেম্বর কুরুক্ষেত্রে কৃষকদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করে। কয়েকজন কৃষক নেতা গুরুতর আহত হন। বিরোধীরা অভিযোগ করেন, হরিয়ানা সরকার কৃষকদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, কৃষক ভোটাররা বিরূপ হতে পারেন ভেবেই চৌতালা হরিয়ানায় বিজেপি সরকারের ওপরে চাপ সৃষ্টি করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Akali Dal, #bjp, #Dushyant Singh Chautala, #Farmers bills

আরো দেখুন