দেশ বিভাগে ফিরে যান

কৃষি বিলের বিরোধিতায় অব্যহত কৃষকদের প্রতিবাদ

September 20, 2020 | < 1 min read

নতুন তিনটি কৃষি বিলের বিরোধিতায় কৃষক বিক্ষোভ অব্যাহত। মোদির স্তোকবাক্যেও চিঁড়ে ভেজেনি। শনিবার সকালেও পাঞ্জাবের অমৃতসরে পথে নেমে বিক্ষোভ দেখান কৃষকরা। পোড়ানো হয় কেন্দ্রীয় সরকারের কুশপুতুল। সকালবেলা এই বিক্ষোভের জেরে শহরের একাধিক রাস্তায় তীব্র যানজট হয়ে যায়। কৃষকনেতা গুরবচন সিং বলেন, ‘‌এই বিল যা পাঞ্জাবের কৃষকদের বিরুদ্ধে তা যদি পাস হয়ে যায় সংসদে তাহলে কৃষকরা এবং মন্ডি ব্যবস্থা দুটোই ধ্বংস হয়ে যাবে। এই বিলগুলি কৃষক–বিরোধী এবং রাজ্যসভায় পাস হওয়া অনুচিত। এই বিলগুলি বড় কর্পোরেট কোম্পানিগুলির লুঠের পথ সুগম করবে। আমরা তারই বিরোধিতা করছি।’ গুরলাল সিং নামে এক কৃষক বললেন, ‘‌সরকারের সব সিদ্ধান্তই জনবিরোধী, তা সে নোটবন্দিই হোক বা জিএসটি, আর এখন কৃষি বিল।

হরিনায়ার রোহতকে নতুন কৃষি বিলের বিরোধিতায় অবস্থান বিক্ষোভ করছেন কৃষক এবং আর্হত্য বা কমিশন এজেন্টরা। বিল প্রত্যাহার না করা পর্যন্ত তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা। কেন্দ্রের বিরুদ্ধে স্লোগানের মাঝেই রোহতক আনাজ মন্ডি আর্হত্য সংগঠনের প্রেসিডেন্ট ডিম্পল বুধওয়ার বললেন, ‘‌হরিয়ানার ডেপুটি কমিশনারের অফিস আমরা রবিবার ঘেরাও করব। এতে কৃষক, খেতমজুর সহ সবাই অংশ নেবেন।’ তিনটি বিলই লোকসভায় পাস হওয়ার পর এবার রাজ্যসভায় গিয়েছে।  ‌  

TwitterFacebookWhatsAppEmailShare

#farmers, #Farmers bills, #Farmers bill clash

আরো দেখুন