দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত মন্ত্রী মন্টুরাম পাখিরা, ভর্তি হাসপাতালে

September 30, 2020 | < 1 min read

মারণ ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের আর এক মন্ত্রী। করোনা রিপোর্ট পজিটিভ আসায় সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৭ বছর বয়সী রাজ্যের অন্যতম এই মন্ত্রীর অনেকটাই জ্বর থাকায় তাঁর ওপর বিশেষ নজর রেখেছেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর করোনা পরীক্ষা করানো হয়। রাতেই রিপোর্ট পজিটিভ এলে তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।

উল্লেখ্য, এর আগে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক আক্রান্ত হয়েছেন করোনায়। ইতিমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন রাজ্যের ৩ মন্ত্রী সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ও স্বপন দেবনাথ। তবে এখনও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

TwitterFacebookWhatsAppEmailShare

#manturam pakhira, #covid-19

আরো দেখুন