সিআইডিতেই ভরসা হাইকোর্টের – মুখে চুনকালি বিজেপির
মণীশ শুক্লা হত্যা মামলায় বিজেপির সিবিআই তদন্তের দাবি খারিজ করে তদন্তের ভার সিআইডির ওপরেই বহাল রাখল মহামান্য কলকাতা হাইকোর্ট।
গত ৪ঠা অক্টোবর বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে পাঁচলায় বৈঠক করে ফেরার পথে নিজের এলাকাতেই অজ্ঞাতপরিচয় চার দুষ্কৃতি গুলিবিদ্ধ করে বিজেপির বাহুবলি নেতা মণীশ শুক্লাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর নামে এর আগে থেকে অনেক হত্যা ও অন্যান্য অপরাধের মামলা ও অভিযোগ ছিল।
সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ। বিজেপির তরফের ঘটনায় দায়ী করা হয় তৃণমূলকে। অন্যদিকে তৃণমূল বলে এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ। তদন্তের ভার পড়ে সিআইডির ওপর। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন অনেককে।
এরপর থেকেই বিজেপি দাবি করতে থাকে তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআইকে। এই নিয়ে তারা হাইকোর্টে মামলাও করে। আজ রায়ের মাধ্যমে রাজ্য সরকারের স্বচ্ছতার মাপকাঠিতেই ভরসা রাখলো হাইকোর্ট।