রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্য দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া, বাড়ছে বোর্ডের সংখ্যা

November 12, 2020 | < 1 min read

করোনা মহামারীর প্রকোপে অনেক সরকারি চাকরিতেই নিয়োগ বহুদিন ধরে আটকে রয়েছে। সেই প্রক্রিয়াকেই দ্রুত করতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়ায় দেরী হওয়ায় বহু নিয়োগ আটকে রয়েছে।

কিছুদিন আগে জুলাইয়ে ডাব্লিউবিপিএসসি (WBPSC), সিভিল সার্ভিস গ্ৰুপ সি- র ইন্টারভিউর প্রক্রিয়া সম্পন্ন করেছে।

সেই সময় কম সংখ্যক নিয়োগ হওয়ায় অনলাইনেই নেওয়া হয়েছে ইন্টারভিউ।

কিন্তু রাজ্যসরকারের বিভিন্ন দপ্তর যেমন ফায়ার ব্রিগেড, আইসিডিএস, ফুড সাপ্লাই, সাব ইন্সপেক্টর এই সব বিভাগে দ্রুত আরো নিয়োগের প্রয়োজন পড়ায়ই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। কারণ বেশি সংখ্যক নিয়োগ অনলাইন ইন্টারভিউ- র মাধ্যমে সম্ভব নয়।

আপাতত বিভিন্ন জায়গায় ৫ টি ইন্টারভিউ বোর্ড (Interview Board) আছে, সেগুলির মাধ্যমেই ইন্টারভিউ নেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#WBPSC, #Interview Board

আরো দেখুন