পেটপুজো বিভাগে ফিরে যান

খুব সহজেই বানান জলভরা তালশাঁস সন্দেশ

November 19, 2020 | < 1 min read

আজ জগদ্ধাত্রী পুজোর দিন বাড়ির সবাইকে চমকে দিতে নিজেই বানিয়ে ফেলুন জলভরা তালশাঁস সন্দেশ।

দেখে নিন রেসিপিঃ

উপকরণ

  • জল ঝরানো ছানা- ৩০০ গ্রাম
  • চিনি- ১ কাপ
  • এলাচ গুঁড়ো- ১ চা চামচ
  • ঘি- ১ চা চামচ
  • কিসমিস- ১ মুঠো
  • মধু- পরিমাণ মতো

প্রণালী

  • প্রথমে একটা বড় থালায় ছানা, চিনি এবং এলাচ গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে৷ এই ডো বানাতে প্রায় ১০ মিনিট সময় লাগবে৷
  • কড়াই গরম করে কড়াইতে ছানার ডো টা দিয়ে দিতে হবে৷
  • এবার একদম কম আচে ছানাটাকে পাক দিয়ে সন্দেশ বানাতে হবে যেন খুব নরম হয়৷
  • এবার সন্দেশ একটা থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে হবে৷
  • কাঠের তালশাঁস ছাপে ঘি মাখিয়ে নিন৷
  • এবার সন্দেশটাকে ছোট ছোট ভাগ করে নিন৷
  • কাঠের ছাপে কিসমিস রেখে ওর মধ্যে সন্দেশের বল দিয়ে ভালো ভাবে চাপ দিয়ে ছাপ করুন৷
  • ছাপের নিচের দিকে গর্ত করে ওর মধ্যে মধু ভোরে আবার গর্তটা সন্দেশ দিয়ে বুজিয়ে দিন৷
  • এই ভাবে তৈরি করে নিন জলভরা তালশাঁস সন্দেশ৷ আর সকলকে চমক দিন৷
TwitterFacebookWhatsAppEmailShare

#Jol bhora sandesh

আরো দেখুন