তথ্য যাচাই বিভাগে ফিরে যান

বাংলার নির্বাচনের আগে মমতার শাহী বৈঠক? জানুন আসল সত্য

November 20, 2020 | < 1 min read

একটি ফটো কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় (Socoal Media) দেখা যাচ্ছে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অমিত শাহ ও উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন একসঙ্গে এক টেবিলে ব্রেকফাস্ট খাচ্ছেন। এই ফটোতে দাবি করা হয় আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করছেন দুই মুখ্যমন্ত্রী।

দেখুনঃ

https://www.facebook.com/jamshed.wahab.79/posts/401965574265442

কাকতালীয় ভাবে, আসাদুদ্দীন ওয়েসি বাংলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই ঘোষণার পরেই এই ফটো ভাইরাল হয়।
পড়ুনঃ https://www.timesnownews.com/…/asaduddin-owaisi-hint…/680409

বাস্তবঃ এই ফটোতে যে দাবী করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন নিয়ে অমিত শাহের (Amit Shah) সঙ্গে আলোচনা করছেন, সেটি ভুয়ো
এই ফটো এই বছরের ফেব্রুয়ারি মাসের। তখন ইস্টার্ন জোনাল কাউন্সিলের এক বৈঠকে অমিত শাহ নবীন পট্টনায়কের বাড়িতে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

দেখুনঃ https://www.ndtv.com/…/ezc-meeting-amit-shah-mamata…

এই নিয়ে নবীন পট্টনায়কও ট্যুইট করেন সেইদিনঃ-

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Amit shah

আরো দেখুন