দেশ বিভাগে ফিরে যান

গুজরাতে অধ্যক্ষ সম্মেলনের অনুষ্ঠানে যাবেন মোদি, থাকবেন না এরাজ্যের স্পিকার

November 25, 2020 | < 1 min read

আজ বুধবার প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে শুরু হচ্ছে লোকসভা ও রাজ্যসভা-সহ দেশের সমস্ত বিধানসভার অধ্যক্ষ সম্মেলন। দু’দিনব্যাপী  ৮০তম অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)। রাজ্যসভার চেয়ারম্যান (Speaker) হিসেবে উপস্থিত থাকবেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও (Benkaiya Naidu)। কাল বৃহস্পতিবার সম্মেলনের সমাপ্তি পর্বে ভাষণ দেওয়ার কথা নরেন্দ্র মোদির (Narendra Modi)। তবে তাঁর ভাষণের আগে এই সম্মেলনে এবার বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। কাল (২৬ নভেম্বর) আবার সংবিধান দিবস। তাই ভাষণের আগে তিনি সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধিকে সংবিধান রক্ষার শপথবাক্য পাঠ করাবেন বলে ঠিক হয়েছে।

বাংলার প্রতিনিধি হিসেবে অধীরবাবু থাকলেও তাৎপর্যপূর্ণভাবে এবারের সম্মেলনে যাচ্ছেন না রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। যদিও তিনি এর কারণ হিসেবে কোভিড পরিস্থিতির কথা বলেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) তিনি তাঁর এই অনুপস্থিতির কথা জানিয়েও দিয়েছেন বিমানবাবু। মঙ্গলবার এব্যাপারে অধ্যক্ষ বলেন, প্রথমে এই সম্মেলন দিল্লিতে হওয়ার কথা ছিল। পরে জায়গা বদলে গুজরাতে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন কোভিড পরিস্থিতি আদৌ ভালো নয়। দিল্লির মতো গুজরাতেও সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক। এই অবস্থায় আমি কোনও ঝুঁকি নিতে চাইনি বলে এই সম্মেলনে যাচ্ছি না। তবে রাজনৈতিক মহলের একাংশ বিমানবাবুর এই অবস্থানের পিছনে ‘অন্য কারণ’ থাকতে পারে বলে মনে করছে। সম্মেলনস্থল গুজরাত এবং তার উপর সেখানে মোদির নেতৃত্বে সংবিধান রক্ষা নিয়ে তাঁর নেতৃত্বে শপথবাক্য পাঠের কর্মসূচি থাকায় বিধানসভা ভোটের আগে কৌশলগত কারণেই বিমানবাবু এই সফর বাতিল করে থাকতে পারেন বলে ওই পর্যবেক্ষকদের ধারণা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Speaker, #Narendra Modi, #Biman Banerjee

আরো দেখুন