দেশ বিভাগে ফিরে যান

কৃষি বিল নিয়ে এবার প্রশ্ন তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

December 26, 2020 | < 1 min read

কেন্দ্রীয় সরকারের বিরূদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee)। তিনি বললেন, “মানুষের দুশ্চিন্তা একেবারেই অবান্তর নয়। মানুষের মাথায় ঘুরছে যদি কর্পোরেটরা যদি একচেটিয়া ক্রেতা হয়ে যায়! যদি ছোট ব্যবসায়ীরা আর ব্যবপ্সা করতে না পারে!”

তিনি আরো বলেন, “সরকার শুধু বলছে ভালো হবে, ভালো দাম পাওয়া যাবে। কিন্তু ভালো না হলে কি করা হবে সে বিষয়ে কোন সুস্পষ্ট পরিকল্পনা নেই।”

অভিজিৎবাবু এদিন কৃষিবিল (Farm bill) নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেন, সেগুলি হলঃ

• ব্যবসা যদি মান্ডির বাইরে চলে যায় তাহলেও কি মান্ডিগুলি যে মার্জিন তৈরি করবে বলা হচ্ছে তা হ্রাস পাবে। এই ক্ষেত্রে কি মান্ডি টিকে থাকবে?

• এমএসপি নিয়ে কোন স্পষ্ট ধারণা কেন দিচ্ছে না সরকার?

তিনি বলেন “এখানে বিশ্বাসের ঘাটতি হচ্ছে। একটি সংসদীয় প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। এই অর্থনৈতিক মন্দার মধ্যে এখনি করতে হবে এই ভাবনা হতাশাজনক”।

এদিন তিনি আরো বলেন, “কৃষকরা যথেষ্ট যুক্তিসঙ্গত। তারা কেবল আশঙ্কা করছেন তাদের কোন বড় ক্ষতি করে ফেলা হচ্ছে।
কৃষকদের ওপর থেকে কোন রকম ঝুঁকির সম্ভবনা সরিয়ে ফেলতে হবে। বিশ্বব্যাপী যদি গমের দাম ৪০% কমে তার কোন দায় কৃষকদের ওপর বর্তাবে না। এই ব্যবস্থা করতে হবে”।

সবশেষে তিনি বলেন, “সরকারের কর্পোরেট বিধি সম্পর্কে আরও সুস্পষ্ট হওয়া দরকার। একচেটিয়া উত্থান কিভাবে নিয়ন্ত্রিত হবে তার পরিকল্পনা থাকা প্রয়োজন”।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abhijit Banerjee, #Farmers bills

আরো দেখুন