রাজ্য বিভাগে ফিরে যান

সরস মেলার পণ্য বিক্রির জন্য অ্যাপের সূচনা

December 27, 2020 | < 1 min read

কলকাতা সরস মেলা ২০২০- ২১

নিউ টাউনে(NewTown) ১৬তম সরস মেলার(SarasMela) উদ্বোধন করতে গিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) ও বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(SobhanDeb Chatterjee) একটি স্মার্টফোনের অ্যাপের(Smartphone App) সূচনা করেন কৃষি পণ্যের বিক্রয়ের জন্য।
স্বনির্ভর গোষ্ঠী ও সমবায়ের তৈরি পণ্যের বিক্রয়ের জন্য তৈরি এই অ্যাপের নাম দেওয়া হয়েছে নেচার বাজার। এখান থেকে চাল, ডাল, মাছ, মাংস, আনাজ, মধু, ঘি ও অনান্য সামগ্রী কেনা যাবে। এতে উপকৃত হবেন উক্ত গোষ্ঠীর মানুষরা।
এই সপ্তাহ থেকে www.wbcadc.com সাইট থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। তারপর প্লে স্টোর থেকেও করা যাবে। প্রথমে এই পরিষেবা শুধু কলকাতার কয়েকটি জায়গায় মিলবে। তিন মাসের মধ্যে সারা কলকাতায় পরিষেবা পাওয়া যাবে। ক্রেডিট, ডেবিট, ইউপিআই, ক্যাশ অন ডেলিভারি সব ভাবেই টাকা দেওয়া যাবে।
সুব্রত মুখোপাধ্যায় বলেন, সরস মেলা দেশের মধ্যে একমাত্র স্বীকৃত মেলা। অন্যান্য বছরে এই মেলা সেন্ট্রাল পার্কে হয়। এবছর এই মেলা নিউ টাউনে হচ্ছে। ২৪৩টি শ্তল হবে এই বছর। অন্য ১২টি রাজ্যের শিল্পীরাও এবার স্টল নিচ্ছেন এই মেলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #app, #Saras Mela

আরো দেখুন