কলকাতা বিভাগে ফিরে যান

এখন থেকে ট্রামে মিলবে ওয়াইফাই সুবিধা

January 1, 2021 | < 1 min read

১৮৭৩ সালে প্রথম ঘোড়ায় টানা ট্রামের যাত্রা শুরু । ট্রাম তখন যাত্রিবাহী ছিল না। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তখন ট্রামে পণ্য পরিবহন করত। ঘোড়ায় টানা ট্রাম যাত্রিবাহী হয়ে উঠল ১৮৮০ তে। আর ১৯০২ সালে খিদিরপুর থেকে ধর্মতলা পাড়ি দিল প্রথম বিদ্যুতে চলা ট্রাম। সেই ঐতিহ্যবাহী ট্রামের পালে যুগের চাপে মন্দার হওয়া। ঘন্টায় সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার । তাই হাই টেক তরুন ও যুবা প্রজন্মের কাছে দুয়োরানি হয়ে গেল ট্রাম।   একসময় কলকাতার উত্তর থেকে দক্ষিণ, হাওড়া থেকে শিয়ালদহ দাপিয়ে চলা ট্রাম লাইন একে একে উঠে যেতে শুরু করল।

মুখ ফিরিয়ে নেওয়া সেই ট্রামের প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য পরিবহন দফতরের অধীন WBTC। সেই তালিকায় ২০২১ এর প্রথম দিনের নবতম সংযোজন ফ্রি ওয়াই ফাই। শহরের বুকে এই মুহুর্তে চলা ২১ টি বাতানুকূল ট্রামে আজ থেকেই চালু হল এই পরিষেবা। বিশেষত তরুন যুব সমাজকে এই দূষণমুক্ত পরিবেশ বান্ধব যানের প্রতি আকৃষ্ট করতে এই পদক্ষেপ। BSNL এর সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী ৩১শে জানুয়ারি থেকে এই পরিষেবা মিলবে শহরের ২৫৬টি ট্রাম রেকের সবকটিতেই। যাঁরা ট্রাম ভালবাসেন, তাঁরা তো বটেই, যাঁরা সেভাবে ট্রামে আজকাল চড়েন না, তাদের সবার কাছেই এই নয়া পরিষেবা বাড়তি আকর্ষণের কারণ হবে বলে মনে করছেন অনেকেই। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Tram

আরো দেখুন