সব তৃণমূলের লোক ঢুকে, কলকাতা জেলা বিজেপি সভাপতির নিশানায় শোভন-বৈশাখী
ফের আদি ও নব্য দ্বন্দ্ব বিজেপিতে (BJP)। আর এবার আরও একবার নাম না করে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন কলকাতা জেলা বিজেপি সভাপতি শঙ্কর শিকদার (Sankar Sikdar)। নাম না করে দলীয় মহিলা কর্মীকে শঙ্কর বলেন,’জানেন এখানকার পর্যবেক্ষক কে? জানেন সহ-পর্যবেক্ষক করে? সব তৃণমূলের লোক ঢুকে বসে রয়েছে।’ এনিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া,’অত্যন্ত লঘু মন্তব্য। এতে দুর্বল হবে দল। এভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা যাবে না।’
দিন কয়েক আগে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) ওয়ার্ড ১৩১ নম্বরে দাঁড়িয়ে কাউন্সিলর সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শঙ্কর শিকদার (Sankar Sikdar)। তাঁকে বলতে শোনা গিয়েছিল,’এই ওয়ার্ডের কাউন্সিলর সিন্ডিকেট চালান। গুন্ডাদের প্রশয় দেন।’ সে নিয়ে একচোট বিতর্ক হয়েছিল। ওই ঘটনার পর ফের বিতর্কিত মন্তব্য করলেন শঙ্কর শিকদার। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ে বসে এক মহিলা কর্মীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন কলকাতা জেলার বিজেপি সভাপতি। ওই মহিলা কর্মী অভিযোগ করছেন, ‘সিপিএম কর্মীদের ডেকে এনে বড় বড় পদ দেওয়া হয়।’ তখন শঙ্কর শিকদার বলেন,’এখানকার পর্যবেক্ষক কে জানেন? সহ-পর্যবেক্ষক কে জানেন? সব তৃণমূলের লোক ঢুকে বসে রয়েছে।’ প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর কলকাতা জোনের পর্যবেক্ষক হয়েছেন শোভন চট্টোপাধ্য়ায়। তাঁর ডেপুটি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফলে শঙ্করের নিশানায় যে তাঁরাই তা আর বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত শঙ্কর শিকদারের প্রতিক্রিয়া আসেনি।
বিজেপি নেতা বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন,’কেউ কেউ নির্বুদ্ধিতার কারণে বা রাজনৈতিক দূরদর্শিতা না থাকায় লঘু মন্তব্য করছেন। সবার দলীয় অনুশাসন ও শৃঙ্খলা মেনে চলা উচিত। মাথায় রাখা উচিত, আমরা একটা পরিবার। তা না মানলে বিজেপিই দুর্বল হবে। এভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়াই সম্ভব নয়। এরকম ভুল আবার করলে উচ্চ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করব।’