রাজ্য বিভাগে ফিরে যান

জারি হল প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি

January 1, 2021 | < 1 min read

ছবি : প্রতীকী

আগামী বছর ৩১ জানুয়ারি প্রাথমিক টেট-এর দিন চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। এবার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক TET এর  সময়সূচি জানানো হল। আজ বৃহস্পতিবার তৃতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ৩১ জানুয়ারি বেলা ১টায় টেট নেওয়া হবে। আড়াই ঘণ্টার সময়সীমায় পরীক্ষা হবে। পরীক্ষা হবে মোট  ১৫০ নম্বরে।  পাশাপাশি টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারিতে। এ দফায় মোট ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে খবর। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এ কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেদিন নবান্নে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মমতা। পরীক্ষায় (TET) বসতে চলেছেন আড়াই লক্ষ পরীক্ষার্থী।  

TwitterFacebookWhatsAppEmailShare

#‬ ‪‎West Bengal, #TET, #Primary TET

আরো দেখুন