কলকাতা বিভাগে ফিরে যান

সৌরভকে দেখতে শহরে এলেন দেবী শেঠি

January 5, 2021 | < 1 min read

দেবী শেঠি

গতকাল ভিডিয়ো কনফারেন্সে কথা হয়েছিল। আজ সৌরভকে (Sourav Ganguly) দেখতে কলকাতায় পৌঁছলেন দেবী শেঠি (Devi Shetty)। তিনি সৌরভকে দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। সম্ভাবত আজ দেবী শেঠির পরামর্শের পর আগামিকালই সৌরভকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। 

তবে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পরে ছুটি পেলেও তা সাময়িক হবে বলেই জানা গিয়েছে। হৃদ্‌রোগের চিকিৎসার দ্বিতীয় পর্ব সম্পূর্ণ করার জন্য কয়েক দিনের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে।

কী হবে সেই দ্বিতীয় পর্বে? জানা গিয়েছে, সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু তাঁর বাঁ দিকের ধমনীতেও দু’টি ব্লকেজ রয়েছে। ঠিক হয়েছে, কোনও রকম ঝুঁকি না-নিয়ে আরও দু’টি স্টেন্ট বসানো হবে।

সৌরভের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল বলেন, ‘‘দেশ ও বিদেশের হৃদ্‌রোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সৌরভের অন্য দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টিই করতে হবে, বাইপাস নয়। তবে সেটা কবে করা হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Dr Devi Shetty, #Kolkata, #Sourav Ganguly

আরো দেখুন