নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসন? জানুন আসল তথ্য
January 11, 2021 | < 1min read
দাবি
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি খবর বেশ ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে রাজ্যবাসীর সামাজিক মাধ্যমের (Social Media) সকল গতিবিধির ওপর এখন থেকে নজর রাখবে পুলিশ প্রশাসন। হোয়াটস্যাপ, টুইটার, ফেসবুকের বিভিন্ন গ্রূপ ইত্যাদি নাকি এখন থেকে মনিটরিং করা হবে। এই ভাইরাল মেসেজে আরো বলা হয় মানুষের অজান্তেই তারা চলে যাচ্ছে প্রশাসনের নজরদারির অধীনে।
সত্যতা
খবরটি সম্পূর্ণ ভুয়ো (Fake News)। এরকম কোন কিছুই করছে না রাজ্য প্রশাসন। রাজ্যবাসীর ব্যক্তিগত জীবন সম্পূর্ণ সুরক্ষিত। টুইট করে এমনটাই নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। প্রশাসনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে রাজ্যবাসীকে খেপিয়ে তোলার লক্ষ্যে প্রচার করা খবরটি সম্পূর্ণ ভুয়ো।