শুভেন্দুকে মানবেন না, নাড্ডার সফরের আগেই তৃণমূলে যোগ ঝাড়গ্রামের বিজেপি নেতাদের
শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) নেতা হিসেবে মেনে নিতে রাজি নয় জঙ্গলমহলের আদিবাসী কর্মীরা(Adibasi Workers)। তাই, রবিবার ঝাড়গ্রাম(Jhargram) জেলার বিনপুর এক ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের দহিজুড়িতে তৃণমূল কংগ্রেসের (TMC)রাজনৈতিক কর্মী সম্মেলনেএলাকার বিজেপির(BJP) চার জন নেতাসহ প্রায় শতাধিক কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূলের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো(Ajit Mahato) বলেন সামনেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ছেড়ে আরো অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।
আগামী ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লক এর লালগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রথযাত্রার সূচনা করবেন। সেই রথযাত্রা নিয়ে বিজেপির ঝাড়গ্রাম জেলার নেতারা ব্যস্ত রয়েছেন। ঠিক সেই সময় বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করায় চিন্তায় পড়েছেন বিজেপির জেলা নেতৃত্ব।