বামেদের নবান্ন অভিযানে হিংসা, ইঁটের আঘাতে আহত পুলিসকর্মী
বামেদের নবান্ন অভিযানে হিংসা, ইঁটের আঘাতে আহত পুলিসকর্মী। ইতিমধ্যেই নবান্নের (Nabanna) সামনে থেকে গ্রেফতার করা হয়েছে দশজন বাম সমর্থককে। অভিযানের শুরুতেই প্রবল অশান্তি ও উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বামেদের প্রতিরোধ করতে এদিন প্রথম থেকে পুলিশ বিশাল আয়োজন করে রেখেছিল।
দুপুর ১২টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু, নবান্ন অভিযান ঘিরে কড়া পুলিশি তৎপরতা, ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকাতে পারে পুলিশ। ৪ হাজারের বেশি পুলিশ মোতায়েন, নজরদারিতে RFS, HRFS, র্যাফ, মহিলা র্যাফ, ২৫ টি জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় অ্যালুমিনিয়ামের ফেনসিং, বিক্ষোভকারীদের আটকাতে তৈরি ছিল জলকামান।
সকালেই পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলির নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের সমর্থকদের নিয়ে নবান্নের গেটের সামনে বিক্ষোভ দেখান। পুলিশ বিধায়ক-সহ ৫ জনকে গ্রেফতার করে। তাঁদের গ্রেফতারির প্রতিবাদে আরও বাম কর্মী সমর্থকরা নবান্নের প্রবেশ পথের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখান থেকে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ।