কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা পেল নতুন থানা – গল্ফ গ্রীন

February 23, 2021 | < 1 min read

 নির্বাচনের আগেই কলকাতা পুলিসে(Kolkata Police) সংযোজিত হল আরও একটি নতুন থানা। যাদবপুর এলাকার ৯৪ এবং ৯৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য গল্ফগ্রিন থানার(GolfGreen Thana)উদ্বোধন করা হল। সোমবার ঢাকা কালীবাড়ি মোড় সংলগ্ন এলাকায় নতুন থানার উদ্বোধন করেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র(Soumen Mitra)। মূলত যাদবপুর এলাকার বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখেই নতুন থানাটি তৈরি হয়েছে। এই নিয়ে কলকাতা পুলিসের আওতায় মোট থানার সংখ্যা দাঁড়াল ৮০।  আনোয়ার শাহ রোড থেকে যাদবপুর সেন্ট্রাল রোড এবং রায়পুর রোড থেকে দেশপ্রাণ শাসমল রোড পর্যন্ত এই থানা এলাকা বিন্যাস। পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গল্ফগ্রীন থানার উত্তর রয়েছে চারু মার্কেট থানা পূর্ব এবং পশ্চিমে যথাক্রমে যাদবপুর এবং রিজেন্ট পার্ক এবং দক্ষিণে লেক থানা। এদিনই থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অভিজিৎ মন্ডল। যিনি যাদবপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে নিযুক্ত ছিলেন। একইসঙ্গে গল্ফগ্রীন থানার অ্যাডিশনাল ওসি হলেন অমিত সেনগুপ্ত। তিনি বেলেঘাটা থানার অফিসার ইন-চার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ৯৪ এবং ৯৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এই থানা উদ্বোধন করা হল। এছাড়াও ১১১, ১১২ এবং ১১৩ নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী থানার আওতাভুক্ত করা হচ্ছে। ৯৭ নম্বর ওয়ার্ড রিজেন্ট পার্ক থানার অন্তর্গত হল। আশা করি, এলাকাবাসী এতে উপকৃত হবেন। অন্যদিকে, এদিনের অনুষ্ঠানে কলকাতার পুলিস কমিশনার সৌমেন মিত্র জানান, গল্ফগ্রীন থানা তৈরি নিয়ে অনেকদিন ধরে ভাবনাচিন্তা চলছিল। ৮ ফেব্রুয়ারি কলকাতার কমিশনারের দায়িত্ব নেওয়ার পরই পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস এই থানা উদ্বোধনের বিষয়ে আলোকপাত করেন। তারপরই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তৎপরতায় প্রশাসনিক কিছু কাজকর্ম শেষ করেই থানা সাধারণ মানুষের পরিষেবা খুলে দেওয়া হল। 

TwitterFacebookWhatsAppEmailShare

#police station, #golf green, #Kolkata Police, #aroop biswas

আরো দেখুন