রাজ্য বিভাগে ফিরে যান

মমতার পাশেই আছে আরজেডি, সাক্ষাৎ শেষে বললেন তেজস্বী

March 1, 2021 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী সাক্ষাৎ করতে সোমবার নবান্নে আসেন আরজেডি প্রধান তেজস্বী যাদব (Tejaswi Yadav)। বিকেল ৪টে নাগাদ নবান্নে (Nabanna) এসে পৌঁছন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে তিন- চার আসনে প্রার্থী দিতে চেয়েই এই বৈঠক তেজস্বীর। এই চার আসনের সমীকরণ নিয়ে তৃণমূলের সঙ্গে তাদের সমঝোতার কথাও হয়। তৃণমূলের শরিক হয়েই রাজ্যে বিজেপিকে রুখতে চান বলে জানান তেজস্বী। সেই কারণেই মমতার সঙ্গে লালুপুত্রের এই সাক্ষাৎ।

মিটিং শেষে বেরিয়ে তেজস্বী জানান বাংলাতেও বহু বিহারি মানুষের বাস। তাই তাদের এই সিদ্ধান্ত। আরজেডি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই আছে একথা এদিন স্পষ্ট করে দেন তেজস্বী।

মমতাও তেজস্বীকে বিহারে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যে অভিনন্দন জানান। বিহারে আরজেডি একদিন সরকার গড়বে এই কামনাও করেন মুখ্যমন্ত্রী। এবং সবশেষে দৃঢ় বিশ্বাসের সাথে বলেন, বিহারে বিজেপি সরকারের আয়ু বেশিদিনের নয়। কারণ বিহারের সংস্কৃতি সম্পর্কেও অবগত নয় এই দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #RJD, #Tejaswi Yadav, #Trinamool Congress

আরো দেখুন