রাজ্য বিভাগে ফিরে যান

ব্রিগেডের দিন শহরে এসে মোদি দেখবেন ‘মমতাময়’ কলকাতা, চলছে প্রস্তুতি

March 4, 2021 | 2 min read

কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেখবেন গোটা শহর ‘মমতাময়’। শহরজুড়ে দেখা যাবে শুধু তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। আগামী ৭ মার্চ ব্রিগেডে বিরাট জনসমাবেশ করছে বিজেপি। তাতে মূল বক্তা খোদ প্রধানমন্ত্রী। তৃণমূল চাইছে মোদির ব্রিগেডের দিন গোটা কলকাতা তৃণমূলের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পোস্টার-ব্যানারে মুড়ে ফেলতে। সেজন্য দলের হাই কম্যান্ডের তরফে কলকাতার কাউন্সিলরদের বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তৃণমূল (TMC) ভবনে কলকাতার সব কাউন্সলিরদের নিয়ে বৈঠকে বসেন দলের শীর্ষনেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সূত্রের খবর, শাসকদলের শীর্ষনেতারা দলের কাউন্সিলরদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ৭ তারিখ অর্থাৎ বিজেপির ব্রিগেড সমাবেশের আগেই শহর কলকাতা মুড়ে ফেলতে হবে দলের পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে। যাতে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, ‘বাংলার গর্ব মমতা’-সহ তৃণমূলের বিভিন্ন স্লোগান লেখা হবে। সেই সঙ্গে ১৪৪টি ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বড় বড় কাট-আউটও ছাপা হবে। যদিও, সরকারিভাবে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির কর্মসূচির কথা মাথায় রেখে নয়, ভোট যেহেতু এসে গিয়েছে, তাই এমনিই দলের কাউন্সিলরদের প্রচারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

মোদির ব্রিগেডের পালটা কর্মসূচি অবশ্য আগেই ঠিক করে ফেলেছে তৃণমূল। প্রধানমন্ত্রী রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে যা বলবেন তাঁর জবাব দেবেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত সেই উদ্দেশেই সেদিন বিকেলে শিলিগুড়িতে রোড শো করার কথা তৃণমূলনেত্রীর। এতে ভোটের আগে উত্তরবঙ্গে দলের সংগঠন আরও চাঙ্গা হবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে ব্রিগেডে বিজেপির (BJP) জনসভার দিন পালটা একাধিক কর্মসূচি তৈরি করে ফেলেছে শাসক শিবির। যাতে ওইদিন সমস্ত প্রচারের আলো মোদি একা না নিয়ে যেতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Narendra Modi, #posters, #West Bengal Election 2021, #brigade

আরো দেখুন