দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ওরা সব সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছে, দাঁতন থেকে বিজেপিকে তোপ মমতার

March 25, 2021 | 3 min read

একুশের নির্বাচনে প্রচারের ঝড় তুলেছেন মমতা। ভাঙা পায়ে কলকাতায় পদযাত্রা দিয়ে শুরু হয় তাঁর নির্বাচনী কর্মসূচি। এরপর ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাঁর জনসভায় দেখা যায় জনপ্লাবন। আজ দুই জেলায় মমতার চারটি জনসভা। দক্ষিণ ২৪ পরগনায় প্রচার সেরে মমতা যাবেন পশ্চিম মেদিনীপুরে।

প্রথম পর্যায়ের নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। তার আগেই মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন মমতা। বার্তা একটাই – ভাঙা পায়েই খেলা হবে। আজ মমতার জনসভা দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা এবং সাগরে, আর পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এবং মেদিনীপুরে।

লাইভ আপডেট

০১ঃ৩৯ঃ এজেন্টরা খেয়াল রাখুন। কাউন্টিং -এও থাকবেন আপনারা। যদি পুলিশ কিছু বলে পিছু হটবেন না। উত্তরপ্রদেশ থেকে পুলিশ এসেছে মনে রাখবেন। কিছু বললে মা-বোনেরা হাতা খুন্তি নিয়ে এগিয়ে যাবেন।

০১ঃ৩৭ঃ আমার এই ভাঙা পা নিয়েই এদের বল মেরে বোল্ড আউট করে দেশের বাইরে বের করে দেব। 

০১ঃ৩৬ঃ  বিজেপি হল ‘সামনে বলে হরি হরি পিছনে মিথ্যে কথা বলি’। বিজেপি হল ‘সামনে বলে হরি হরি পিছনে ডাকাতি করি’। বিজেপি হল ‘সামনে বলে হরি হরি পিছনে খুন করি’।  আমরা বলি ‘হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে’। ২৭ তারিখ আপনারাই প্রথম বল মারবেন।

০১ঃ৩৫ঃ কোন ভোট ভাগ হতে দেবেন না। আমরা মণ্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়ন করেছি। কারও নাম বাদ গেলে আমরা তালিকাভুক্ত করে দেব।

০১ঃ৩৪ঃ ভোটের দিন সকাল সকাল নিজের ভোট নিজে দিন। ভোট মেশিন ভালো করে অন অফ করে দেখে নেবেন, এজেন্টদের দেখবেন যে তারা যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে। মায়েরা দিন উলুধ্বনি আর ভাইয়েরা দিন তালি, এইভাবেই বিজেপিকে করতে হবে গণতান্ত্রিকভাবে খালি। খেলা হবে।

০১ঃ৩২ঃ আমাকে ওরা অনেক মেরেছে। আমি বলে বন্দুকের সাথে লড়াই করে বেঁচে আছি। এইবারও ওরা তাই ভেবেছিল। আমার মা বোনেদের পা দিয়েই হাঁটব আমি। আমি মানুষের কাছে ঠিক পৌঁছে যাব।

০১ঃ৩১ঃ অসমে ১৪ লক্ষ হিন্দুর নাম নাগরিকত্ব থেকে বাদ দিয়েছে। নির্বাচন কমিশনকে ওরা খুড়তুতো ভাই করে নিয়েছে।

০১ঃ৩০ঃ  সব সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছে। বাংলায় বলছে সপ্তম বেতন কমিশন করব। জিজ্ঞেস করুন ত্রিপুরায় করেছে? কোনও বিজেপি শাসিত রাজ্য পিএফ, পেনশন দেয় না। শুধু আমরা দিই।

০১ঃ২৯ঃ ওরা টাকা দিলে নিয়ে খরচা করে দেবেন। আর ওদেরকে ভোট দেবেন না। অন্য একজনের মূর্তিতে মালা দিয়ে বলছে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়েছি। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে।

০১ঃ২৭ঃ দারিদ্র ৪০ শতাংশ কমিয়েছি।  মোদী সরকার কেরোসিন, গ্যাসের দাম বাড়িয়েছে। ২০০ টাকার গ্যাস ৯০০ টাকা করেছে। সেই টাকাই আপনাকে দিয়ে ভোট দিতে বলবে।

০১ঃ২৫ঃ ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা করে পাবে। আগামী ৫ বছরে আমরা ৫০ লক্ষ কর্মসংস্থান করব। ১০০ দিনের কাজে আমরা দেশে প্রথম। ১ কোটি ৭২ লক্ষ শ্রম দিবস আমরা তৈরি করেছি।

০১ঃ২৪ঃ মা বোনেদের হাতে মাসে ৫০০ টাকা করে তুলে দেব। এসসি, এসটিদের সেটা ১০০০। কৃষক বন্ধুদের ৬০০০ টাকা ১০০০০ টাকা করে দেব।

০১ঃ২২ঃ আমরা কন্যাশ্রী, রূপশ্রী সব করেছি। ক্লাস ১২ – র ছেলেমেয়েদের ট্যাব কেনার টাকা দিয়েছি। বিনেপয়সায় আপনারা রেশন পান। এখন বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে রেশন।

০১ঃ২১ঃ আমরা অনেক কাজ করেছি।  ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। ১৪৩ টি রাস্তা তৈরি করেছি, ব্রিজ তৈরি করেছি। বেলদাতে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মেদিনীপুরে মেডিকাল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি তীর্থ, কর্ম তীর্থ সব করেছি।

০১ঃ ২০ঃ এরা বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবে। ওড়িষা থেকেও লোক আসবে। ঢুকতে দেবেন না। ঘুরতে আসুক, ব্যবসা করতে আসুক। গুন্ডামি করতে আসলে মানবেন না।

০১ঃ ১৯ঃ তুমি যতই অফিসার বদলি কর, মাইনে তোমার চারশো বারো। যেই আসুক আমি খুশি। সবাই আমাদের লোক।

০১ঃ ১৭ঃ যদি ভাবেন সব আঞ্চলিক দলগুলিকে খতম করবেন, তাহলে বলে রাখি ভুল করছেন, বাংলা এর জবাব দেবে।

০১ঃ ১৬ঃ  নির্বাচনের সময় রাজ্যের পুলিশ যদি কমিশের অধীনে থাকে, তাহলে কেন্দ্রীয় পুলিশ থাকবে না কেন? তাহলে আপনারা বিরোধী দলগুলির সাথে বিমাতৃসুলভ আচরণ করেন। এর জন্যে আমাকে আপনারা জেলেও ভরতে পারেন।

০১ঃ ১৪ঃ আমরা এতো কষ্ট করছি, মানুষ কষ্ট করে আসছে। বিজেপি নির্বাচন কমিশনের  নিজের কমিশন বানিয়ে নিয়েছে। আমি হেলিকপ্টারে আস্তে আস্তে শুনলাম আরও কিছু  এমপি, ডিএমকে বদলে দিয়েছে। যাকেই বদলাও সবাই আমাদের লোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dantan, #Mamata Banerjee, #Trinamool Congress

আরো দেখুন