অমিত শাহ আর নরেন্দ্র মোদী ভয় পেয়েছে বলে বাংলায় গুলি চালিয়ে নির্বাচন করতে চাইছেন, তোপ কল্যাণের
প্রয়োজন পড়লে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে পারে। দ্বিতীয় দফার ভোটের আগে সোমবার এমনই নজিরবিহীন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(ECI)। আর এ নিয়েই এবার তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। মঙ্গলবার তিনি বললেন, অমিত শাহ(Amit Shah)-নরেন্দ্র মোদীরা(Narendra Modi) ভয় পেয়েছেন বলেই বাংলায় গুলি চালিয়ে ভোট করতে চাইছেন।
এদিন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ্ত রায়ের প্রচার মিছিলে এসেছিলেন কল্যাণ। সেখানেই কমিশনের আত্মরক্ষার্থে গুলি চালানোর নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো অমিত শাহ করাচ্ছে, যাতে গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে কর্মীদের মারতে পারে। অমিত শাহ বুঝে গিয়েছে বাংলায় বিজেপির অবস্থা খুব খারাপ। তাই ইলেকশন কমিশনকে দিয়ে গুলি চালাবে বলেছে।’
কল্যাণের দাবি, ‘ওরা হারবে তাই এ সব করছে। কিন্তু আমরা বিজেপিকে গুন্ডাবাজি করতে দেব না। ইলেকশন কমিশন যা বলেছে, তা আসলে নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথা। ইলেকশন কমিশন শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছে। অমিত শাহ আর নরেন্দ্র মোদী ভয় পেয়েছে বলে বাংলায় গুলি চালিয়ে নির্বাচন করতে চাইছেন। আসলে গুলি চালানোর কথা কমিশনকে দিয়ে বলিয়েছেন অমিতই।’