দেশ বিভাগে ফিরে যান

নির্বাচনের জন্যই রাতারাতি বিজ্ঞপ্তি প্রত্যাহার? নির্মলাকে কটাক্ষ বিরোধীদের

April 1, 2021 | < 1 min read

বুধবার রাতেই কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২১-২০২২ আর্থিক বছরে পিপিএফ সঞ্চয়ে সুদের হার থাকবে ৬.৪ শতাংশ। স্বল্প সঞ্চয়ের সুদের হারও কমার কথা বলা হয়েছিল। কিন্তু হঠাতই রাতারাতি অবস্থান বদলাতে দেখা গিয়েছে কেন্দ্রের মোদী (Narendra Modi) সরকারকে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, এখনই কমছে না স্বল্প সঞ্চয় ও পিপিএফের সুদের হার। বরং ২০২০-২০২১ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের সুদের হারই নতুন আর্থিক বছরের প্রথম তিনমাস অব্যাহত থাকবে। এইভাবে বিজ্ঞপ্তি প্রত্যাহারের পরে কেন্দ্রকে কটাক্ষ করছে বিরোধীরা। তৃণমূলের (Trinamool)রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সকলেই তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে।

প্রসঙ্গত, দেশের ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপ্রক্রিয়া চলছে। এর মধ্যে স্বল্প সঞ্চয় সুদ কমানো হলে তার বিরূপ প্রভাব পড়তে পারে বিজেপির ভোট বাক্সে। ওয়াকিবহাল মহলের দাবি, এই কারণেই এদিন তড়িঘড়ি সুদ কমানোর বিজ্ঞপ্তি প্রত্যাহার করল মোদী সরকার। একই সুর বিরোধী নেতানেত্রীদের কথাতেও। বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করার পরই তাঁকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। অর্থমন্ত্রীকে খোঁচা মেরে তিনি জানতে চান, সত্যিই কি ভুলবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি বেশ কয়েকটি রাজ্যে চলতে থাকা নির্বাচনের দিকে খেয়াল রেখেই তা প্রত্যাহার করে নেওয়া হল। একই ভাবে ডেরেকও টুইটারে লেখেন, নির্বাচনী সভায় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া কিংবা ট্রাক থেকে পাথর ছোঁড়ার দিকে মন থাকাতেই এমন ভুল করছে কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #West Bengal Budget 2021

আরো দেখুন