রাজ্য বিভাগে ফিরে যান

রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন

April 13, 2021 | 2 min read

শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। আগামী ৪৮ ঘন্টার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয় কমিশনের তরফে। এই সময়ে কোনওরকম নির্বাচনী প্রচার, মিছিল, সভা করতে পারবেন না প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি।

কী বলেছিলেন রাহুল সিনহা? (Rahul Sinha) শীতলকুচিতে সিআরপিএফ-এর গুলিতে চতুর্থ দফার ভোটে ৪ জনের মৃত্যু হয়েছে। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কমিশন ‘চক্রান্ত’ করে এই ঘটননা ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের। গণতন্ত্রের উৎসবে মর্মান্তিক এই পরিণতিতে ‘নজিরবিহীন গণহত্যা’ বলে তোপ দেগেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছিলেন, ‘বিজেপি করার অপরাধে ভোটের লাইনে দাঁড়ানো নিরীহ ভোটারদের যারা গুলি করে মারছে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে যারা বোমা ছুঁড়ছে তাদের নেত্রী মমতা। মস্তানরাজ কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। তাই গুলি করে সঠিক জবাব দিয়েছে সিআরপিএফ। ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল।’

রাহুল সিনহার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল (Trinamool)। তারপরেই কমিশনের এই সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sitalkuchi Massacre

আরো দেখুন