রাজ্য বিভাগে ফিরে যান

বিক্ষিপ্ত অশান্তি নিয়েই শেষ হল বঙ্গের ভোটপর্ব

April 29, 2021 | 6 min read

অবশেষে সমাপন। যদিও মধুরেণ সমাপয়েৎ নয়। অষ্টম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী থাকলো বাংলা। কলকাতার রাজপথে হল বোমাবাজি। রবীন্দ্রনাথের পুণ্যভূমি বোলপুর সাক্ষী থাকলো দাদাগিরির। তবুও, করোনা ও তীব্র দাবদাহ উপেক্ষা করে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর কলকাতার মানুষ।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের গড় হার ৭৬.০৭% শতাংশএই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মালদহে। ভোট পড়েছে ৭৯.৯৮ শতাংশ। মুর্শিদাবাদ জেলায় ভোট পড়েছে ৭৮.০৯ শতাংশ। বীরভূমেও ভোটদানের হার ভালই। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮১.৮২ শতাংশ ভোট পড়েছে সেখানে। কলকাতায় ভোটদানের হার বাকি ৩ জেলার থেকে কম। মাত্র ৫৭.৮৫ শতাংশ ভোট পড়েছে কলকাতায়।

এরই সঙ্গে শেষ হল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এবার শুধু ২রা মে ইভিএম বাক্স খোলার অপেক্ষা।

লাইভ আপডেট

৫.০০ বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ৭৫% ভোটদান

৪:১১: জোড়াসাঁকোর ২৩২ নম্বর বুথে উত্তেজনা। পরিচয়পত্র ছাড়াই ভোট দিতে এলেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। অনুমতি না মেলায় প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ালেন তিনি।

৪:১০: কান্দিতে ইভিএম কারসাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ১৫০ নম্বর বুথে একাধিকবার ইভিএম খারাপ হয়।

৩.০০ দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ৬৯% ভোটদান

২:৫৬: বহরমপুরের কান্তনগরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

২:৫৫: এন্টালিতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, আহত ৩

২:৫২: তেলেঙ্গাবাগানে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, তৃণমূল কর্মীদের মারধরের প্রতিবাদে পথে নামলেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে।

২:২৫: মানিকচকের মহেন্দ্রটোলা ফুটবল মাঠ এলাকায় তৃণমূল যুবনেতার গাড়িতে সশস্ত্র হামলা। অভিযুক্ত বিজেপি

২:১৪: নানুরে ১১২ নম্বর বুথে তৃণমূলের এজেন্টের ওপর হামলা

২:০৯: করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী! চাঞ্চল্যকর অভিযোগ শ্যামপুকুরে।

২:০৭: ভাঙড়ে অবৈধ বোমা তৈরির কারখানার হদিস, উদ্ধার তাজা বোমা। আইএসএফ কর্মীদের বিরুদ্ধে বোমা তৈরির অভিযোগ

২:০৫: উল্টোডাঙার তেলেঙ্গানাবাগানে তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

২:০০: ইলামবাজারে জনরোষের শিকার বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়

১.৩০ জোড়াসাঁকো কেন্দ্রের অন্তর্গত মহাজাতি সদনের সামনে রাস্তায় যে দুটি বোমা পাওয়া গিয়েছে, সেগুলি বড় সাইজের চকলেট বোম। রিপোর্টে এমনটাই জানাল কমিশন। বলা হয়েছে, এক্সপার্ট টিম জানিয়েছে ওটি বোমা নয় এটি নিষিদ্ধ বাজি।

১.০০ দুপুর ১টা পর্যন্ত বাংলায় ৫৬% ভোটদান

১২:২০: ভোট শুরু হওয়ার ৫ ঘন্টা পরে বাড়ি থেকে বের হলেন অনুব্রত মন্ডল। ভোট দিতে বের হলেন নজরবন্দি ‘কেষ্টদা’

১২:০০: বুথের মধ্যে ভোটের কাজে করোনা আক্রান্ত আশা কর্মী। ডিউটি করতে বাধ্য কর হয় তাকে, অভিযোগ আশা কর্মীর।

১১.৫০ হাসন বিধানসভার তারপীঠের ফুলিডাঙা পীরতলার কাছে ভোট দিয়ে আসার পথে ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ করার অভিযোগ উঠল। এই ঘটনায় দুই তৃণমূল কর্মী জখম। তাদের মধ্যে একজনের মাথা ফেটেছে।

১১:৪৬: কর্তব্যরত অবস্থায় তারাপীঠে পুজো দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের

১১:৪০: বেশ কয়েকটি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে এলেন তৃণমূলের ৩ সদস্য, সুব্রত মুখোপাধ্যায় সৌগত রায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

১১:১৫: খবর সংগ্রহ করতে বাধা, লাঠি চার্জ। ভেঙে দেওয়া হল ক্যামেরা। কাশীপুর-বেলগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত কলকাতা টিভির প্রতিনিধি।

১১:১৪: বেলা বাড়তেই নির্বাচনকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বেলেঘাটা। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ চলছে। হচ্ছে ইটবৃষ্টিও। ঘটনাস্থলে গেলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা।

১১:০৬: ভোটারদের কানে কানে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে তারা। রামপুরহাটের বাঁধা গ্রামে এমনটাই অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়।

১১:০৫: মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে তৃণমূলের মহিলা কাউন্সিলারের গলা টিপে ধরার অভিযোগ।

১১:০০: বীরভূমের হাসন বিধানসভার হাবাতকুড়ো গ্রামের একটি বুথে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভোট দিতে বাধা তৃণমূল সমর্থকদের, অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে।

১১:০০: সকাল ১১টা পর্যন্ত বাংলায় ৩৮% ভোটদান

১০:৪৩: মানিকতলায় ভোট প্রভাবিত করার চেষ্টা বিজেপি প্রার্থীর। কল্যান চৌবকে ঘিরে ধরে বিক্ষোভ সাধারণ মানুষের।

১০:৪১: লাভপুরের বিষয়পুরে তৃণমূল এজেন্টের বাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

১০.৪১ সপরিবারে বোলপুরে ভোট দিলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

১০:৪০: মানিকতলায় বৃদ্ধা ভোটারকে মারধর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী

১০:৩৭: তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরে ক্ষুদ্ধ সাধন পান্ডে। ফোন করে রিটার্নিং অফিসারের কাছে ক্ষোভ উগরে দিলেন।

১০:৩৫: ডোমকলের আলিনগরে ভোটারদের বাড়ি ভাঙচুরের অভিযোগ সংযুক্ত মোর্চার বিরুদ্ধে। একজনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠছে।

১০:২০: মালদহের মানিকচকের মানিকচক হাইস্কুল ও বেচুটোলা প্রাথমিক বিদ্যালয়ের বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ তৃণমূলের

১০:১০: ময়ূরেশ্বরের বীরনগরী গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত ৩ তৃণমূল কর্মী

১০:০৭: মালদহের মানিকচকের দুটি বুথে তৃণমূল এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। ঘটনাটি হরিপুর প্রাথমিক বিদ্যালয়র ৩৯ ও ৩৯এ বুথের। অভিযোগের তির বিজেপির দিকে।

১০:০৬: বোলপুরের ১১৪ নং ওয়ার্ডে উত্তেজনা। বিজেপি কর্মীরা ভিড় করে বুথ জ্যাম করছেন, তৃণমূল সর্মথকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

৯:৪৮: তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। কোন দলের প্রার্থী জানতে চাইল বাহিনী।

৯:৪৭: কেটে গিয়েছে প্রায় দু’ঘণ্টা। কিন্তু এখনও পর্যন্ত ভোট শুরুই করা গেল না বেলেঘাটা কেন্দ্রের একটি বুথে। ৩৬ নং ওয়ার্ডের জনতা বিদ্যালয়ের ১৪৪ নং ওই বুথে এখনও পর্যন্ত ইভিএম খারাপ।

৯:৪৫: মানিকচক, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর বিধানসভা এলাকার একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছে তৃণমূল।

৯:৩৫: মহাজাতি সদনের পর এবার বিধান সরণিতে বোমাবাজি

৯:৩২: কানাইপুর গ্রামে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলির অভিযোগ তুললেন রামপুরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

৯:৩১: বীরভূমে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তুলে এনে আটকে রাখার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে।

৯:৩০: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষকে বুথে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাকবিতন্ডায় না জড়িয়ে ‘গান্ধীগিরি’র পথে হেঁটে তিনি শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন। এজেন্টকে ডেকে বুথের খবরাখবর নেন তিনি।

৯:১১: ডোমকলের বিধানসভার ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫৯এ বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ

৯.১০ ভোট দিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়

৯:১০: ডোমকলের ২৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

৯:০৯: হরিহরপাড়ার ১১৮ নম্বর বুথে বুথ এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

৯:০৮: ইংরেজবাজার বিধানসভার ১৪৬ নম্বর বুথে ইভিএম বিকল, সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইভিএম বিকলের অভিযোগ আসছে বোলপুর বিধানসভা এলাকায়

৯:০৭: মালদহের বৈষ্ণবনগরে ৭১ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ

৯:০৬: মানিকচকের ১৬৪ নম্বর বুথে কোনও কারণ ছাড়াই তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতিকে গ্রেপ্তারের অভিযোগ

৯:০০: সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৬% ভোটদান

৮:৫৫: কলকাতার বেশ কয়েকটি বুথে ইভিএম বিকল বা সমস্যা করছে। এর জেরে ভোটগ্রহণ শুরু করতে দেরি হচ্ছে। এই বুথগুলির মধ্যে রয়েছে, এন্টালি কেন্দ্রের ৬৪, ১০৮, ১১২ নং বুথ, জোড়াসাঁকোর ২৮১ নং বুথ, চৌরঙ্গির ৪৯ নং বুথ। পাশাপাশি শ্যামপুকুর কেন্দ্রের ৫২ নং বুথে ভিভি প্যাট মেশিন কাজ করছে না এবং ১৩৯ নং বুথে ভিভিপ্যাটের নম্বরগুলিতে গণ্ডগোল রয়েছে।

৮:৫৪: হাসন বিধানসভার মাড়গ্রামের ১৬৯, ১৭০ নম্বর বুথে, বেলডাঙার মির্জাপুরে ইভিএম খারাপ, রামপুরহাট বিধানসভার আয়াস গ্রামে ৪২ নম্বর বুথে ভোটগ্রহন পর্বের শুরুতেই ইভিএম খারাপ

৮:৫৩: সিউড়ির চন্দ্রগতি হাইস্কুলের ১৫৫ নম্বর ও ১৬৪ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ। যার ফলে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ।

৮:৫১: কলকাতার কাশিপুর-বেলগাছিয়ার কেন্দ্রে ২২৮, ২২৯, ২৩৭ ও ২৩৮ নং বুথে ঢুকে গোলমাল বাধানোর অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

৮:৫০: কান্দির ৭৭ নম্বর বুথে ভোটারদের নিগ্রহ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে

৮:৪৯: কাশিপুর-বেলগাছিয়ার ২০৬ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।

৮:৪৮: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ৪৩ নম্বর বুথে স্থানীয় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

৮:৩৫: ময়ূরেশ্বরে কাঞ্চনা গ্রামে ইলেক্ট্রিসিটি বন্ধ করে সন্ত্রাস বিজেপির

৮:২০: খাস কলকাতার রাজপথে বোমাবাজি। উত্তর কলকাতার মহাজাতি সদনের সামনে বোমাবাজি। পুলিশ সূত্রে খবর চলন্ত গাড়ি থেকে বোমা ফেলা হয়।

৮:১৫: নির্বিঘ্নে পুনর্নির্বাচন শুরু কোচবিহারের শীতলকুচির ১২৬ নং বুথে। গত ১০ তারিখ এখানে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। এরপর আজ সেখানে আবার ভোটগ্রহণ চলছে।

৮:১২: বোলপুরের ১১৪ নং ওয়ার্ডে উত্তেজনা। বিজেপি কর্মীরা ভিড় করে বুথ জ্যাম করছেন, তৃণমূল সর্মথকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

৮:০৫: ভোট শুরু হতেই বেলেঘাটায় জমায়েত ঘিরে বিশৃঙ্খলা। বুথের সামনে বাজার বসলে তা তুলে দেয় পুলিশ। তা নিয়েই বিক্রেতাদের সঙ্গে পুলিশের বচসা, উত্তেজনা।

৮:০০: বীরভূম জেলার লাভপুরে তাজা বোমা সমেত গ্রেপ্তার জনৈক পিন্টু হাজরা। স্থানীয়দের অভিযোগ, বিজেপি সমর্থক তিনি।

৭:৫৬: বীরভূমের ১৮৮ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হল দেরিতে। ইভিএম বিভ্রাটের জেরেই দেরি, হয়রান ভোটাররা

৭:৫০: ভোট দিলেন ইংরেজবাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

৭:৩৫: বীরভূমে নিজের বাড়িতে নজরবন্দি তৃণমূলের জেলা সভাপতি। বাড়িতে অজস্র কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনিক আধিকারিক। গতকাল ‘উধাও’ হয়ে গেছিলেন অনুব্রত মণ্ডল।

৭:১৫: জেলায় জেলায় বুথের বাইরে শিকেয় শারীরিক দূরত্ব, মানা হচ্ছে না করোনা বিধি। কাঠগড়ায় কমিশন

৭:১০: সিউড়িতে উত্তেজনা, বুথের বাইরে বোমাবাজি, ভোটারদের পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ

৭:০০ মালদার সুজাপুরে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা, তৃণমূল ক্যাম্প অফিসে লাঠিচার্জ, ভাঙচুর

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021

আরো দেখুন