দেশ বিভাগে ফিরে যান

করোনার দোসর নয়া শত্রু ‘কালো ফাঙ্গাস’

May 8, 2021 | < 1 min read

একা করোনায় রক্ষে নেই দোসর কালো ফাঙ্গাস!  করোনা সংক্রমণের কালে নতুন করে মাথা চাড়া দিচ্ছে প্রাণঘাতী কালো ফাঙ্গাস (Black Fungus) বা  মিউকরমাইকোসিস ( Mucormycosis), যা মাথাব্যথা বাড়িয়েছে চিকিৎসক মহলের। নানা রাজ্য থেকে মারণ ফাঙ্গাস হানার খবর মিলেছে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরও অনেকেই মিউকরমাইকোসিসে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে অঙ্গ প্রতিস্থাপনের রোগী ও আইসিইউতে থাকা ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। করোনার মতোই নাক, মুখ দিয়ে শরীরে ঢোকে এই ফাঙ্গাস। বিশেষ করে করোনা আক্রান্তদের কাবু করে মিউকরমাইকোসিস। যার ফলে মৃত্যুর ঘটনা বাড়ছে।

দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক মণীশ মুঞ্জল বলেন, ‘করোনা সংক্রমণের ফলে নতুন করে ফাঙ্গাল ইনফেকশনের সংখ্যা বাড়ছে। গত দু’দিনে ছ’জন রোগী আমাদের কাছে এসেছে। গত বছর বহু মানুষের মৃত্যু ঘটিয়েছে এই কালো ফাঙ্গাস। এর আক্রমণে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। নাক ও চোয়ালের হারের বিকৃতি ঘটেছে।’ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান জানিয়েছেন, করোনা সংক্রমণ কাটিয়ে ওঠা রোগীদের কালো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস, কিডনি, হৃৎপিণ্ডের সমস্যা বা ক্যান্সার রয়েছে তাঁদের মিউকরমাইকোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমনকী যে কোভিড আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের সহজেই কাবু করছে কালো ফাঙ্গাস। মিউকরমাইকোসিস হানার খবর মিলেছে গুজরাত থেকেও। সুরাতে সেরে ওঠা করোনা রোগীদের মধ্যে অন্তত ৮ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#COVID Second Wave, #Black Fungus

আরো দেখুন