কলকাতা বিভাগে ফিরে যান

সম্পত্তি করে রিবেটের সময়সীমা বাড়লো ৩১শে জুলাই অবধি

June 1, 2021 | < 1 min read

করোনা ও লকডাউনের মতো কড়া বিধির মধ্যে শহরের করদাতাদের কিছুটা স্বস্তি। বকেয়া সম্পত্তি করের উপর ছাড় পাওয়ার সময়সীমা বৃদ্ধি করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। তিনমাস অন্তর সম্পত্তি করের বিল আসে। বিলে নির্ধারিত সময়ের মধ্যে কর দিলে ছাড় বা রিবেট পাওয়া যায়।

সাধারণত নির্ধারিত সময়ের পর সম্পত্তি কর দিতে গেলে সেই ছাড় পাওয়া যায় না। জরিমানাও ভরতে হয়। কিন্তু করোনা মহামারীর কারণে পুরসভা সেই নিয়মেও ছাড় দিয়েছে। নির্ধারিত সময়ের পর একমাস পর্যন্ত করদাতারা বকেয়া করের ওপর ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন। প্রথম তিন মাসের সম্পত্তি করদানের সময় থাকে ৩০ জুন। রিবেটের সময়সীমা ছিল ১৫ জুন পর্যন্ত। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত সম্পত্তি করের উপর বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #Tax

আরো দেখুন