রাজ্য বিভাগে ফিরে যান

ঘোষণা করেও ন্যাড়া হবেন না সৌমিত্র, অস্বস্তিতে বিজেপি

June 14, 2021 | < 1 min read

২০২০ সালের আগস্ট মাসে মাথা মুণ্ডন করেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তৃণমূলকে সরাতে যজ্ঞও করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের দাবি, সেই সময় বিষ্ণুপুরের ষাড়েশ্বর শিবমন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। যুব মোর্চার কর্মীদের মধ্যে ৯০ হাজার ত্রিশূল তুলে দেওয়ার কথাও বলে ছিলেন তিনি। কিন্তু সেই সময় বিজেপি নেতৃত্ব সৌমিত্রর এই কর্মসূচিতে রাশ টানেন। কিন্তু সেবার রাশ টানলেও ফের সেই মাথা মুণ্ডনের রাস্তায় হাঁটতে চেয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পর তিনি মাথা মুণ্ডনের সিদ্ধান্ত নেন। তাঁর দাবি ছিল,’ মোদীজিকে সঙ্গে নিয়ে সোনার বাংলা তৈরির সিদ্ধান্ত নিচ্ছি। বাংলার রাজনীতিতে তিনি মিরজাফর। আমি মনে করি তিনি মৃত।’ এরপরই মস্তক মুণ্ডনের সিদ্ধান্ত জানান তিনি। কিন্তু সাংসদ ফের মাথা ন্যাড়া করতে চাইছেন এই খবর পেয়ে শোরগোল পড়ে যায় বিজেপির অন্দরে। এরপর মাথা ন্যাড়া করার ব্যাপারে তাঁকে কার্যত নিষেধ করেন বিজেপি নেতৃত্ব। এমনটাই সূত্রের খবর।

তবে সংবাদমাধ্যমের কাছে বিজেপি সাংসদের দাবি, ‘ দলের নির্দেশে নয়। আমার বাবা, মা এখনও জীবিত। সেই অবস্থায় ন্যাড়া হওয়া ঠিক নয় বলে বাবা আপত্তি করেন। তাই ঘোষণা করলেও ন্যাড়া হইনি।’তবে ওয়াকিবহাল মহলের মতে একে তো ঘরে বাইরে বিপর্যস্ত গেরুয়া শিবির।এর উপর যদি বিজেপি সাংসদ মাথা মুণ্ডন করে তাতে অস্বস্তি আরও বাড়তে পারে। সেকারণে তাঁরে নিরস্ত্র করেন বিজেপি নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #soumitra khan

আরো দেখুন