দেশ বিভাগে ফিরে যান

পেট্রলের মূল্যবৃদ্ধি বিজেপির সংগঠিত লুঠ: সুখেন্দু শেখর

July 4, 2021 | < 1 min read

পেট্রলের মূল্যবৃদ্ধি (Petrol Price Hike) নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। আজ একটি সাংবাদিক বৈঠক করে জ্বালানির মূল্যবৃদ্ধিকে বিজেপির সংগঠিত লুঠ বলে অভিহিত করলেন তিনি।

সাংসদ বলেন, ‘যখন কংগ্রেস আমলে ৫ পয়সা ১০ পয়সা করে জ্বালানির দাম বাড়ত তখন এই নরেন্দ্র মোদী তাদের তীব্ৰ সমালোচনা করতেন। এখন সেই মোদী সরকারের আমলে ১০০ পেরিয়েছে পেট্রলের দাম। পেট্রল পাম্পের মালিক, কর্মীরা আন্দোলনে নামছেন। এইরকম ঘটনা এর আগে দেশে ঘটেনি। এই সরকার অন্ধ ও বধির। কারণ এরা দুর্নীতিগ্রস্ত।’

সাংসদ আরও বলেন, ‘ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের যা দাম তার থেকে ৪ গুণ বেশি দামে তা ভারতে বিক্রি হচ্ছে।’

পাশাপাশি, এদিন ৭ বিধানসভার উপনির্বাচন দ্রুত সংগঠিত করার পক্ষেও সওয়াল করেন সাংসদ। তিনি বলেন, ‘আট দফা নির্বাচনের সময় রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ৩৩%। এখন যখন তা ২%- এর নীচে নেমে এসেছে, এখন উপনির্বাচন না হওয়ার কোন কারণ দেখতে পাচ্ছি না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#sukhendu sekhar roy, #.bjp, #Petrol Price Hike

আরো দেখুন