কলকাতা বিভাগে ফিরে যান

মুকুলের দিল্লির বাসভবনে ফিরল মমতার ছবি

July 27, 2021 | < 1 min read

একুশের ভোটের ফল প্রকাশের পর পরই তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে ‘ঘর ওয়াপসি’ হয়েছে সপুত্র মুকুল রায়ের (Mukul Roy)। আর গেরুয়া সঙ্গ ত্যাগের পর এবার পালটে গেল তাঁর বাড়ির সামনের চিত্রও। সোমবার মুকুলের দিল্লীর বাড়ির সামনে থেকে উধাও মোদী, অমিত শাহর পোস্টার। তার বদলে নতুন করে জ্বলজ্বল করছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট।

শুধু নেত্রীই নন, ১৮১, সাউথ অ্যাভিনিউয়ের বাইরের কাটআউটে জ্বলজ্বল করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। প্রসঙ্গত, চার বছর আগে মুকুল রায়ের দিল্লীর বাড়ির সামনে থেকে সরে গিয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার বদলে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী মোদী-শাহ জুটির পোস্টার। কারণ, সে সময় ফুল বদল করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরে আসতেই এবার সেই পোস্টারের বদলে জায়গা করে নিল মমতা-অভিষেকের ছবি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #delhi, #mukul roy

আরো দেখুন