রাজ্য বিভাগে ফিরে যান

জট কাটলো ওয়েলিংটন জুটমিলে, ৩১ জুলাই থেকে উৎপাদন শুরু

July 27, 2021 | < 1 min read

হুগলির ওয়েলিংটন জুটমিলে ৩১ জুলাই থেকে উৎপাদন শুরু হবে। সোমবার শ্রীরামপুরের শ্রমদপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকে ওই বিষয়ে নিশ্চিত করেছে মিল কর্তৃপক্ষ। তবে উৎপাদন শুরু হবে ধাপে ধাপে।

প্রাথমিক অসন্তোষের পর অবশ্য শ্রমিকপক্ষও সম্মতি দিয়েছে। যদিও শ্রমিক সংগঠনগুলির একাংশ বলছে, যতক্ষণ মিল চালু না হচ্ছে, ততক্ষণ সত্যিকারের খুশি হওয়ার অবকাশ নেই। কারণ, এর আগেই মিল চালু করছি বলেও সময়ে মিল চালু করেনি কর্তৃপক্ষ। তবে প্রকাশ্যে এদিনের বৈঠককে ইতিবাচক দাবি করেছে শ্রমিক সংগঠনগুলি। ৩১ জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে বলে জানানো হয়েছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Wellington jute Mill

আরো দেখুন