দেশ বিভাগে ফিরে যান

রৌপ্য পদক জয়ী চানু কে বসিয়ে মোদীর বিজ্ঞাপন? প্রশ্ন নেটনাগরিকদের

July 31, 2021 | < 1 min read

মীরাবাঈ চানুর (Mirabai Chanu) সংবর্ধনা অনুষ্ঠানে মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জ্ঞাপন করল কেন্দ্রীয় সরকারের ক্রিড়া দপ্তর। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানুকে সোমবার সংবর্ধনা দেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কিন্তু সেই সংবর্ধনা মঞ্চ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।

ছবিতে দেখা যাচ্ছে অলিপিকস পদক জয়ী চানুর ছবি একেবারেই ছোট, বরং বানায়ারে বিশালাকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। তাহলে কী মোদির বিজ্ঞাপন হচ্ছে চানুকে সামনে বসিয়ে? সেই প্রশ্ন এখন সর্বত্র।

প্রসঙ্গত, মীরাবাঈ চানুর হাত ধরেই টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক জয় করে ভারত। ২৬ বছর বয়সি ভারত্তোলোক চানু দ্বিতীয় স্থান অধিকার করে দেশকে রুপো এনে দিয়েছেন। অলিম্পিক্স রেকর্ড গড়ে প্রথম হন চিনের ঝৌ হৌ। তিনি মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলেন। মীরাবাই তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম। পদক জিতে দেশে ফেরার পরেই সরকারের তরফ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়ে। আর সেই মঞ্চ নিয়েই বাঁধে বিতর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Tokyo Olympics, #bjp, #Mirabai Chanu

আরো দেখুন