কলকাতা বিভাগে ফিরে যান

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ে সুযোগ কর্মরত শিক্ষকদেরও, রায় হাইকোর্টের

August 4, 2021 | < 1 min read

উচ্চ প্রাথমিকের (upper primary) শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে (interview) বসতে পারবেন কর্মরত শিক্ষকরাও। মঙ্গলবার একটি মামলায় এই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীদের দাবি, তাঁরা টেট উত্তীর্ণ হওয়ার পরে যখন ইন্টারভিউ দিতে যান, তখন কর্মরত বলে তাঁদের ইন্টারভিউয়ে বসতে দেওয়া হয়নি। তখনই তাঁরা মামলা করেন।

এদিন তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও জরুরিকালীন ভিত্তিতে মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারীদের এক আইনজীবী বলেন, এরকম প্রায় দেড় হাজার প্রার্থী রয়েছেন। যদিও, এদিন আদালত উপস্থিত হয়েছিলেন ন’জন। নতুন প্রার্থীদের চাকরির সুযোগ দিতে কর্মরতদের পরীক্ষা দেওয়া বা ইন্টারভিউয়ে বসার ক্ষেত্রে নিরুৎসাহিতই করে এসএসসি। আরও একটা সমস্যা হয়, নতুন চাকরি পাওয়ার পরে পুরনো জায়গা ছেড়ে আসেন তাঁরা। তখন সেখানে আরও একটা শূন্যপদ তৈরি হয় যা পরবর্তী নিয়োগের আগে পূরণ হয় না। তবে, পছন্দসই এলাকার স্কুলে নতুন পোস্টিং পাওয়ার জন্য বহু কর্মরত শিক্ষকই পরীক্ষায় বসে থাকেন। অতীতে এরকম শিক্ষকদের বেতন সমস্যাতেও পড়তে হয়েছে। একেবারে নতুন চাকরিপ্রার্থীদের মতো বেতন দেওয়া হয়েছে তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Interview, #calcutta high court, #upper primary

আরো দেখুন