দেশ বিভাগে ফিরে যান

দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকে গুরুত্বই পেলেন না কৈলাশ

August 5, 2021 | < 1 min read

এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির দাবি ছিল, তারা ২০০টিরও বেশি আসনে জয়লাভ করবে এবং ক্ষমতায় বসবে। কিন্তু বাস্তবে তারা তিন অঙ্কেও পৌঁছতে পারেনি। বঙ্গে ভরাডুবির পর থেকেই বিজেপির নেতা-কর্মীদের একটি অংশ সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন দলের বাংলার দায়িত্বপ্রাপ্ত তিন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের দিকে। আর একপ্রকার সেই অসন্তোষেরই প্রতিফলন দেখা গিয়েছে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠকে।

মঙ্গলবার রাতে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে জরুরি বৈঠক করেন বঙ্গ বিজেপির সাংসদরা। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অমিত মালব্য। দলীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতের ওই বৈঠকে কার্যত গুরুত্বহীন করেই রাখা হয় বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে। একেবারে শেষ মুহূর্তে বাংলার বিজেপি (bjp) সাংসদদের উদ্দেশে তিনি দু’চার কথা বললেও তার কথায় নাকি সেভাবে কান দেননি কেউই। পরিবর্তে মঙ্গলবার রাতের বৈঠকে প্রধান্য পেয়েছে বঙ্গ বিজেপির সাংসদদের বক্তব্যই। বৈঠক শেষ হতেই তড়িঘড়ি কনস্টিটিউশন ক্লাব ছেড়ে বেরিয়ে যান কৈলাস বিজয়বর্গীয়। এমনকী এড়িয়েই যান দলের নৈশভোজও। যাকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রের খবর, বৈঠক শেষে যখন বঙ্গ বিজেপির সাংসদরা হাল্কাচালে আড্ডা দিচ্ছেন, তখনই তাড়াহুড়ো করে বেরিয়ে যান কৈলাস বিজয়বর্গীয়। তাঁকে অনুসরণ করেন শিবপ্রকাশও। তবে মিটিংয়ে যা বলার প্রায় সবটাই বলেছেন সাংসদরাই। শিবপ্রকাশজিও দু’চার মিনিটের বেশি বলেননি।’ দলীয় সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব থেকে খুব শীঘ্রই সরানো হতে পারে কৈলাস বিজয়বর্গীয়কে। এগুলো সম্ভবত তারই ইঙ্গিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Kailash Vijayvargiya, #West Bengal

আরো দেখুন