দেশ বিভাগে ফিরে যান

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা প্রশান্ত কিশোরের

August 5, 2021 | < 1 min read

পঞ্জাবের (punjab) মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের (amarinder singh) প্রধান উপদেষ্টার পদে থেকে ইস্তফা দিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর (prashant kishor)। অমরেন্দ্রকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিকে।

পিকে জানিয়েছেন, তিনি আপাতত এই ভূমিকা থেকে সরছেন।পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও স্থির করেননি কিছু।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠিতে পিকে লিখেছেন, ‘আপাতত সাময়িক বিরতি নিচ্ছি। বিষয়টি আপনি জানেন। তাই আপনার প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলাম। আপনার কাছ থেকে অব্যাহতি চাইছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

গত মার্চেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, পিকে তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন। সেই সঙ্গে বলেছিলেন, ‘পঞ্জাবের মানুষের উন্নতির জন্য আমরা একসঙ্গে কাজ করব।’ সেই টুইটের পরই পিকে-কে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন অমরেন্দ্র। প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করার পাঁচ মাসের মধ্যেই কেন ইস্তফা দিলেন পিকে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prashant Kishor, #punjab, #Amarinder Singh

আরো দেখুন