১৬ আগস্ট খেলার জন্য বিজেপির কর্মসূচি মনে করিয়ে তৃণমূলের আক্রমণ
‘খেলা হবে দিবস’ নিয়ে বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন পুরনো কর্মসূচির কথা তুলে ধরে গেরুয়া শিবিরকে পাল্টা খোঁচা দিল জোড়াফুল। রাজ্যের শাসক দলের তরফে বলা হল, বিজেপি নেতাদের উচিত নিজের দলের সম্পর্কে আগে খোঁজ-খবর করা। আর এই অবস্থায় ঢোক গিলে বিজেপি এখন পূর্বতন কর্মসূচিকে অন্য আঙ্গিকে দেখাতে চাইছে।
আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে পালিত হবে ‘খেলা হবে দিবস’। ওই দিন রাজ্যের সর্বত্র একাধিক কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও নেতৃত্ব সব জেলাতেই একাধিক কর্মসূচি নিয়েছেন। যদিও ১৬ আগস্টের এই কর্মসূচির বিরোধিতা করেছে বিজেপি। ইতিমধ্যে রাজ্যপালেরও দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। আর ঠিক এই প্রেক্ষাপটে বিজেপির পুরনো কর্মসূচির কথা স্মরণ করিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। একটি ছবি তুলে ধরে রাজ্যের শাসক দলের নেতৃত্ব বিজেপিকে ‘ইতিহাস’ স্মরণ করিয়ে দিলেন।
২০১৪ সালের ১৬ আগস্টের একটি ছবি তুলে ধরেছে তৃণমূল (TMC)। ওই দিন বিজেপি (BJP) একটি কর্মসূচি নেয়। ১৯৮০ সালে ইডেন গার্ডেন্সে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৬ জন ক্রীড়াপ্রেমীর স্মরণে রাজ্য বিজেপির স্পোর্টস সেলের উদ্যোগে কর্মসূচি হয়। যার ব্যানারে লেখা ছিল, ‘খেলার জন্য হাঁটুন’। কলেজ স্ক্যোয়ার বিদ্যাসাগরের মূর্তি থেকে মেয়ো রোড গান্ধী মূর্তি পর্যন্ত পদযাত্রা করেন বিজেপি নেতৃত্ব। কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং, কীর্তি আজাদ সহ অন্যান্যরা।
বিজেপির সেদিনের কর্মসূচির ছবি তুলে ধরেছেন তৃণমূল নেতা কৃশানু মিত্র। এক সময়ে তিনিও বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে বিজেপির আগের কর্মসূচির সম্পর্কে সম্যক ধারনা রয়েছে। তাঁর বক্তব্য, দিলীপ ঘোষ সহ অধুনা বিধানসভায় বিজেপির অনেক নেতাই সেসময় গেরুয়া শিবিরে আসেননি। ফলে তাঁদের উচিত ছিল বিজেপি দলের সংগঠন ও ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া। এখন যাঁরা ‘খেলা হবে দিবস’-এর বিরোধিতা করছেন, তাঁরা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। কৃশানুর অভিযোগ, বিজেপির কোনও পলিটিক্যাল লাইন নেই। বিজেপি যে কোনও কর্মসূচি করতেই পারে। কিন্তু ১৬ আগস্টের বিরোধিতা কেন? ভাওতাবাজির রাজনীতি বিজেপির।
তৃণমূলের আনা ছবি ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও সদুত্তর দিতে পারেননি বিজেপি নেতা রাহুল সিনহা। বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আজ (বুধবার) কিছু বলব না। আগামীকাল (বৃহস্পতিবার) বলব।