দেশ বিভাগে ফিরে যান

দল ছাড়তেই মুকুল রায়কে দিল্লির বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ মোদী সরকারের

August 14, 2021 | < 1 min read

ফিরিয়ে দেওয়া হল তৃণমূলের দুই এমপির আবেদন।  ধরানো হল নয়াদিল্লির ১৮১ সাউথ এভিনিউয়ের ঠিকানা থেকে মুকুল রায়কে(Mukul Roy) উচ্ছেদের নোটিস। মুখ্যমন্ত্রী হিসেবে রাজধানী সফরে এসে কিছুদিন আগে পর্যন্ত ওই বাড়িতেই থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ লনে তৃণমূলনেত্রীর পায়চারি করার ছবি এখনও টাটকা। এই বাড়িতেই বাংলার অগ্নিকন্যার সঙ্গে দেখা করতে এসেছেন জাতীয় রাজনীতির তাবড় নেতানেত্রীরা। এখনও লাগানো মমতার ছবি দেওয়া তৃণমূলের হোর্ডিং। অথচ সেই বাড়িই ভাড়া নিতে চাইলে দেওয়া হচ্ছে না। আর এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল।

দলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় শুক্রবার বলেন, প্রথমে দোলা সেন, পরে আমি তিনমূর্তি ভবনের কাছে ওই বাড়িটি মুকুল রায়ের নামে ভাড়ার আবেদন করেছিলাম। কিন্তু রাজ্যসভার সচিবালয় জানিয়ে দিয়েছে, হবে না। সুখেন্দুবাবু বলেন, মুকুল রায় কিছুদিন আগে পর্যন্ত বিজেপিতে ছিলেন। তখন এমপি স্বপন দাশগুপ্ত বাড়িটি ভাড়া নিয়েছিলেন। কেন্দ্র কোনও আপত্তি করেনি। তাহলে এখন মুকুলবাবু তৃণমূলে ফিরে আসার পর কেন আবেদন নাকচ হচ্ছে? মোদি সরকারের  প্রতিহিংসাপরায়ণতার মুখোশ খুলে পড়েছে মন্তব্য করে তাঁর দাবি, বিজেপি, আরএসএসের ঘনিষ্ঠদের কী করে দিল্লিতে এমপি বাংলো ভাড়ায় দেওয়া হয়েছে, তার তদন্ত হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #mukul roy

আরো দেখুন