আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

দম্পতিরা ৩টি সন্তানের জন্ম দিতে পারবেন, চীনে নয়া আইন পাশ

August 20, 2021 | < 1 min read

এ বার থেকে দেশের দম্পতিরা তিনটি করে সন্তানের জন্ম দিতে পারবেন। শুক্রবার চীনে পাশ হল নয়া জন্ম নিয়ন্ত্রণ আইন (China NPC)। গত মে মাসেই এই ঘোষণা করেছিল চীন সরকার। এ বার তা আইনে পরিণত হল।

তিন সন্তান নীতিতে ফিরে যাওয়ার পাশাপাশি নতুন আইনে বলা বয়েছে, সন্তানকে বড় করে তোলার কাজে আর্থিক সাহায্য করবে সরকার, মিলবে পর্যাপ্ত মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি এবং বাড়ানো হবে কর্মসংস্থানে মহিলাদের অধিকার। এ ছাড়াও শিশু প্রতিপালন পরিকাঠামোয় বিশেষ নজর দেওয়া হবে। তবে তিন সন্তান নীতি লঙ্ঘনে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

মে মাসের গোড়ায় প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গিয়েছে— চীনে সন্তান জন্মের হার তলানিতে। গত বছর ১ কোটি ২০ লক্ষ শিশু জন্মেছিল চীনে, ৫০-এর দশকের পর থেকে যা সব চেয়ে কম। দীর্ঘ কয়েক দশক ধরে কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি চালু থাকায় দেশের জনসংখ্যার একটা বড় অংশ এখন বার্দ্ধক্যের দিকে পা বাড়িয়েছে বলে দেখা গিয়েছে সমীক্ষায়। জন্মহার খুব দ্রুত গতিতে বেড়ে চলায় ১৯৬০-এর দশক থেকে ‘পরিবার পিছু এক সন্তান’ নীতি মেনে চলত চীন। ২০১৬ সালে ওই নীতি সামান্য হলেও শিথিল করেছিল সরকার। তখন সায় দেওয়া হয় দুই সন্তান নীতিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#China Couple, #China NPC, #Three Child

আরো দেখুন