দেশ বিভাগে ফিরে যান

অসমে শুরু হচ্ছে তৃণমূলের সদস্য সংগ্রহ অভিযান, ত্রিপুরায় পদযাত্রা

August 27, 2021 | < 1 min read

দলকে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিতে পুরোদস্তুর ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। জোড়াফুল শিবিরের এখন পাখির চোখ ত্রিপুরা (Tripura) ও অসম (Assam)। দিন কয়েক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সুস্মিতা দেব(Sushmita Dev)। তাঁর হাত ধরে অসমে দলকে শক্তিশালী করার প্রয়াস শুরু হয়েছে। সুস্মিতাকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। সেখানে সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপাচ্ছে তৃণমূল। এই মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের গোড়াতেই শুরু হচ্ছে তৃণমূলের কর্মসূচি। অসমের একাধিক জায়গায় সাংগঠনিক বৈঠক হবে। যোগদান পর্ব হবে বলেও খবর। দলীয় সূত্রের খবর, অসমে তৃণমূলের হয়ে কাজ শুরু করে দিয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক।


ত্রিপুরাতেও শক্তিশালী হচ্ছে জোড়াফুল শিবির। প্রায় প্রতিদিনই সেখানে কিছু মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আর এই প্রেক্ষাপটে সুদীপ রায় বর্মনের তৃণমূলে যোগদান নিয়ে চলছে জল্পনা বিস্তর। বুধবার কলকাতায় এসেছেন সুদীপবাবু। তাঁর সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এদিকে, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ত্রিপুরার সব জেলায় পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। ওইদিন সকালে আগরতলায় একটি পদযাত্রা করবে তৃণমূল। আটদফা দাবিতে এই পদযাত্রা। ১০ হাজার শিক্ষকের পুনর্নবীকরণ, বেকার যুবক-যুবতীদের চাকরি, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা যাবে না প্রভৃতি বিভিন্ন দাবি তৃণমূলের। ওই পদযাত্রার পর তৃণমূলের তরফে আগরতলা সহ বিভিন্ন জায়গায় টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালন করা হবে। প্রজেক্টরের মাধ্যমে তৃণমূল নেত্রীর বক্তব্য প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। এদিন ত্রিপুরায় ছাত্র-যুবদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন নেতৃত্ব। যুব সম্প্রদায়কে আরও কাছে টানতে উদ্যোগী জোড়াফুল শিবিরের নেতারা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, ##politics, #tripura, #tmc

আরো দেখুন