রাজ্য বিভাগে ফিরে যান

এই বছরের শেষেই পুরভোট? জল্পনা উস্কে দিলেন কল্যাণ

September 7, 2021 | < 1 min read

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে রাজ্যে (West Bengal) পুরসভা নির্বাচন (Municipal Election) হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। সোমবার বেলমুড়িতে তৃণমূলের (TMC) শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলার প্রথম সভায় এই কথা জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, আসন্ন পুরভোট বা ২০২৩-এর পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়ার আশা তাঁরাই করবেন, যাঁদের লড়াই করার ক্ষমতা ও সাহস রয়েছে।

শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলার সভা হলেও সেখানে হাজির ছিলেন আরামবাগ সহ সারা জেলার শীর্ষস্থানীয় তৃণমূল নেতানেত্রীরা। উপস্থিত ছিলেন নতুন এই সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, আরামবাগের সভাপতি রামেন্দু সিংহরায়, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক অসীমা পাত্র প্রমুখ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Election Commission of India, #Kalyan Banerjee, #Municipal elections

আরো দেখুন