জরুরি নয় বাংলার মানুষ, ত্রিপুরার জন্য কৌটো বাজিয়ে চাঁদা সংগ্রহে বিমান
ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত পার্টি অফিস, দলীয় কর্মীদের বাড়ি মেরামত, আহতদের চিকিৎসার জন্য দেশজুড়ে অর্থ সংগ্রহেরর ডাক দিয়েছে সিপিএম।পলিটব্যুরো সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি শাখা এলাকায় এই অর্থসংগ্রহ করা হবে। সেই টাকা পৌঁছে দেওয়া হবে মানিক সরকারদের হাতে।
বুধবার নিউ মার্কেট চত্বরে লাল বালতি হাতে নিয়ে অর্থ সংগ্রহ করেন বিমান বসু। দোকানে ঘুরে, পথ চলতি মানুষের সামনে বালতি পেতে দাঁড়ান বর্ষীয়ান কমিউনিস্ট নেতা। রাজ্য সম্পাদক সূর্য মিশ্র ছিলেন শ্যামবাজারে। আরএক পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম গিয়েছিলেন বেহালায়।
আশ্চর্যের কথা, আম্পান এবং যশ, এই দুই সাইক্লোনে লন্ডভন্ড হয় বাংলা। তারপর বিমান বাবুদের রাস্তায় নেমে মানুষের জন্য তাকে তুলতে দেখা যায়নি এরকম ঢাকঢোল বাজিয়ে। কিন্তু ত্রিপুরার মানুষের জন্য প্রাণ কেঁদে উঠলো তাদের, সামাজিক মাধ্যমে এরকম মনে করছেন অনেকেই।
পার্টিতে তারুণ্য আনতে সীতারাম ইয়েচুরিরা ঠিক করেছেন এবার আর ৭৫-এর ঊর্ধ্বে কেউ কেন্দ্রীয় কমিটিতে থাকবে না। এই গাইডলাইন জারি হওয়ার পর দলের মধ্যে অনেকেই কৌতূহল দেখাচ্ছেন, বিমান বসুর ক্ষেত্রে ব্যতিক্রম হবে কি না তাই নিয়ে।